কলকাতা, 31 অগস্ট: মশা বাহিত রোগ প্রতিরোধে বছরের শুরুতেই ময়দানে নেমেছে কলকাতা পুরনিগম ৷ তার ফল মিলেছে হাতেনাতে ৷ পুরনিগমের স্বাস্থ্য বিভাগের দাবি অনুযায়ী, এখনও নিয়ন্ত্রণে মশাবাহিত রোগের পরিসংখ্যান ৷ তবে, শারদোৎসব সময় ডেঙ্গি সংক্রমণের চূড়ান্ত আশঙ্কা করা হচ্ছে ৷ তাই উৎসবের মরশুমে ছুটি নয় ৷ পরিস্থিতি সামাল দিতে পথেই থাকছেন পুরনিগমের চিকিৎসক, স্বাস্থ্য কর্মী এবং ভেক্টর কন্ট্রোল কর্মীরা ৷ এমনই সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা পুরনিগমের স্বাস্থ্য বিভাগ ৷
অন্যান্যবার পুজোর সময় ডেঙ্গি ও ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা এতটাই বেড়ে যায় যে, পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে শহরে ৷ তবে, স্বাস্থ্য কর্তাদের দাবি, গতবারের ধারকাছ নেই আক্রান্তের সংখ্যা ৷ তা ডেঙ্গি রোগী হোক বা ম্যালেরিয়া ৷ মেয়রের উপস্থিতিতে কলকাতা পুরনিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক সুব্রত রায়চৌধুরী জানিয়েছেন, "গত বছর এইসময়ে ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন 1460 জন ৷ এবছর এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত হয়েছেন 312 জন ৷ গত বছরে তুলনায় 77.83 শতাংশ কম ৷ গত বছর এইসময়ে ম্যালেরিয়া আক্রান্ত হয়েছিলেন 3883 জন ৷ চলতি বছরে এখন পর্যন্ত 1778 জন ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন ৷ যা গতবারের তুলনায় 54 শতাংশ কম ৷ দুর্গা পুজো একটা লক্ষ্য, আমরা এই দিকে বেশি করে নজর রাখছি ৷"