কলকাতা, 25 সেপ্টেম্বর:পদোন্নতি ও ইঞ্জিনিয়ারদের অন্যায়ভাবে সাসপেন্ড করে রাখার অভিযোগ ৷ এই ইস্যুকে সামনে রেখে বুধবার অর্থাৎ আজ মাসিক অধিবেশনের দিন কলকাতা পুরনিগমের মূল ভবনে তালা ঝুলিয়ে দেওয়ার হুঙ্কার দিয়েছিল কেএমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালয়েড সার্ভিসেস অ্যাসোসিয়েশন । তবে মেয়রের সঙ্গে বৈঠকে বসেই রাতারাতি সেই আন্দোলন থেকে সরে আসার সিদ্ধান্ত নিল এই বাম ইঞ্জিনিয়র সংগঠন । শুধু তাই নয়, কর্মীদের এক্কেবারে আন্দোলনের বিপরীতে গিয়ে পৌর প্রশাসনের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার নিদান দিলেন নেতৃত্ব ।
কলকাতা পুরনিগম সূত্রে খবর, গার্ডেনরিচ-কাণ্ডের 6 মাসের বেশি সময় কাটতে চলল ৷ সেই ঘটনায় তিন ইঞ্জিনিয়ার সাসপেন্ড হয়ে আছেন ৷ অথচ সেই বিল্ডিং ডিপার্টমেন্টেই অস্থায়ী ডিজিকে স্থায়ী পদে পদোন্নতি করা হয়েছে । এই নিয়ে ইঞ্জিনিয়ার মহলে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে । পাশাপাশি ইঞ্জিনিয়ারদের দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে পদোন্নতি । কলকাতা পুরনিগমের নিয়োগের নিয়ম অনুসারে, অভিজ্ঞতা ও কর্মজীবনের সময় নিরিখে 65 শতাংশ এবং 35 শতাংশ উচ্চপদে সরাসরি বাইরে থেকে নিয়োগ করা যায় । 65 শতাংশের মধ্যে 15 শতাংশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, যাঁরা পরবর্তী সময়ে পদোন্নতি পেয়ে ডিগ্রি কোর্সও করতে পারেন ।
তবে কলকাতার মেয়র ঘোষণা করেছিলেন, "পিডব্লিউডি রুলস অনুযায়ী আমাদের কলকাতা পুরনিগমের 60 শতাংশ সিনিয়রিটির ভিত্তিতে 40 শতাংশ সরাসরি নিয়োগ হবে ।" এই নিয়ে তীব্র জল ঘোলা হয় ৷ ইঞ্জিনিয়ারদের সঙ্গে তিক্ততা বৃদ্ধি পায় প্রশাসনের । আর তার জেরেই বাম ইঞ্জিনিয়ার সংগঠনের তরফে হুমকি দেওয়া হয়েছিল ৷
তারা বলেছিল, একেবারে মাসিক অধিবেশনের দিনেই ইঞ্জিনিয়াররা রাস্তা দখল করে পুরনিগম ঘিরে দরজায় তালা লাগিয়ে দেবে । এই ঘটনা কানে যেতেই মেয়র ফিরহাদ হাকিম তড়িঘড়ি বাম ইঞ্জিনিয়ার নেতৃত্বদের ডেকে পাঠান ও তাঁদের সঙ্গে আলোচনায় বসেন । সার্বিকভাবে আলোচনায় ঠিক হয় রিক্রুটমেন্ট রুলসে কী আছে না আছে তা খতিয়ে দেখেই পদোন্নতি বিষয়ক একটি কমিটি তৈরি হচ্ছে । যার মাথায় থাকছেন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ওএসডি পিকে দুয়া ।
এই প্রসঙ্গে আন্দোলনের আহ্বান করা সংগঠনের সাধারণ সম্পাদক মানস সিনহা বলেন, "ইঞ্জিনিয়ারদের কোনও রকম বঞ্চিত করা হবে না ৷ এই কমিটি নতুনভাবে চিন্তা ভাবনা করবে ৷ যাতে সবপক্ষের স্বার্থ বজায় রেখেই পদোন্নতি ও নিয়োগের প্রক্রিয়া করা যায় ৷" মেয়রের তরফে এমন আশ্বাস মিলতেই তাঁরা তাদের পূর্ব পরিকল্পিত কর্মসূচি থেকে পিছিয়ে এলেন ৷ শুধু আন্দোলন স্থগিত নয়, প্রশাসনের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবেন ইঞ্জিনিয়াররা ৷ এই নির্দেশও দেওয়া হয়েছে সংগঠনের নেতৃত্বের তরফে । মাসিক অধিবেশনের ঠিক আগে মেয়রের সঙ্গে ফের বৈঠকে বসতে চলেছেন বলেও জানিয়েছেন মানস সিনহা ।