পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ব্যান্ডেলে শুট আউট ! দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু কলকাতা কর্পোরেশনের কর্মীর - KMC EMPLOYEE KILLED IN BANDEL

Shoot Out in Bandel: অফিস থেকে ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে খুন ব্যক্তি ৷ তিনি কলকাতা কর্পোরেশনে কর্মরত ছিলেন বলে খবর ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় চাঞ্চল্য ব্যান্ডেলে ৷

Bandel News
ব্যান্ডেল স্টেশনে চলল গুলি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 3, 2024, 10:08 PM IST

Updated : Jul 3, 2024, 11:06 PM IST

ব্যান্ডেল, 3 জুলাই: অফিস করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন কলকাতা পুরনিগমের কর্মী ৷ নাম লালবাবু গোয়ালা (48) ৷ বুধবার সন্ধ্যায় কলকাতা থেকে বাড়ি ফেরার জন্য ব্যান্ডেল স্টেশনে নেমে হেঁটে কুলিপাড়ার রাস্তা ধরে যাচ্ছিলেন ৷ তখনই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ৷

ব্যান্ডেলে গুলি চলার ঘটনায় স্থানীয় প্রশাসনের বক্তব্য (নিজস্ব ভিডিয়ো)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার টের পায়নি কেউই । গুলি চলার আওয়াজ কেউ পায়নি । নিউ কাজিডাঙায় লালবাবুর বাড়ির কাছে এক প্রতিবেশী শিক্ষকের বাড়ি থেকে ছাত্ররা বেরনোর সময় দেখে কেউ পড়ে আছে । তখনই চেঁচামেচি করতে বাড়ির লোকজন বেরিয়ে আসে । এরপরই পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি । তবে কী কারণে খুন তা এখনও স্পষ্ট নয় ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, মৃতের বাড়ি নিউ কাজিডাঙা এলাকায় । কলকাতা কর্পোরেশনে কর্মরত ছিলেন ।

প্রাথমিক সূত্রে খবর, জমি সংক্রান্ত বিষয়ে ব্যবসা করতেন লালবাবু । স্থানীয় দুষ্কৃতীর সঙ্গে সম্পর্ক ছিল কি না, সেটাও খতিয়ে দেখছে পুলিশ । ঘটনার আধঘণ্টার মধ্যেই চন্দননগর সিপিওডি এসপি অলকানন্দা ভাওয়াল-সহ উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত হন । 300 মিটার দূরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ । এছাড়াও ব্যান্ডেল স্টেশন যাওয়ার রাস্তার সিসিটিভিতে দুষ্কৃতীদের ছবি আছে কি না, তাও দেখা হচ্ছে ।

লালবাবুর বাড়ি ঢোকার দুটি রাস্তা রয়েছে । একটি ব্যান্ডেল স্টেশন হয়ে । অন্যটি ব্যান্ডেল কাজিডাঙার দিক থেকে । এই রাস্তা দিয়ে দিল্লি রোডে যাওয়া যায় । চন্দননগর কমিশনারেটের পুলিশ খতিয়ে দেখছে দুষ্কৃতীরা কীভাবে এসেছিল ও পালিয়েছেই বা কীভাবে ৷ তবে ব্যান্ডেল এলাকা এক সময় দুষ্কৃতীদের মুক্তাঞ্চল ছিল । 2019 সালে ব্যান্ডেল স্টেশনে তৃণমূল নেতা দিলীপ রামকে খুন করে দুষ্কৃতীরা । ফের ভর সন্ধ্যাবেলায় এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত স্থানীয় মানুষ ।

এই বিষয়ে দেবানন্দপুরের উপপ্রধান পীযূষ ধর বলেন," অফিস থেকে ফেরার সময় বাড়ি থেকে কিছুটা দূরে এই রক্তাক্ত অবস্থায় রাস্তার উপরে পড়েছিলেন লালবাবু । কিছু ছাত্রছাত্রী দেখতে পেয়ে পরিবারের লোককে খবর দেন । পরিবারের লোক তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । লালবাবু কলকাতা কর্পোরেশনের কাজ করতেন । আশেপাশে অনেক বাড়ি রয়েছে ৷ কী কারণে তাঁকে গুলি করল দুষ্কৃতীরা তা বুঝতে পারছি না । গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল তাই রাস্তা ফাঁকা থাকায় সেই সুযোগকে কাজে লাগিয়েছে দুষ্কৃতীরা বলে অনুমান ।"

ভর সন্ধ্যেয় শুনশান রাস্তায় ব্যবসায়ীকে গুলি, 7 লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা

Last Updated : Jul 3, 2024, 11:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details