কলকাতা, 27 মার্চ:গার্ডেনরিচকাণ্ডে এবার কর্পোরেশনের বিরুদ্ধে সরব হলেন কলকাতা কর্পোরেশনের প্রাক্তন নগর পরিকল্পক দীপঙ্কর সিনহা। তাঁর দাবি, বর্তমানে কলকাতা কর্পোরেশনে কোনও নগর পরিকল্পক এবং আর্কিটেক্ট নেই ৷ শুধু তাই নয়, বিল্ডিং আইনের পরিবর্তন করেই বেআইনি বিপদ ডেকেছে কলকাতা কর্পোরেশন বলে দাবি দীপঙ্করের।
গার্ডেনরিচের বহুতল ভেঙে পড়ার ঘটনার পর থেকেই ইঞ্জিনিয়রদের ভূমিকা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ঘটনায় কে বা কারা দোষী, এই প্রশ্নেরই উত্তর খুঁজছে সমস্ত মহল। এই পরিস্থিতিতে গার্ডেনরিচ কাণ্ডে এবার মুখ খুললেন কলকাতা কর্পোরেশনের প্রাক্তন ডিজি টাউন প্ল্যানার দীপঙ্কর সিনহা। মঙ্গলবার ইনস্টিটিউট অফ টাউন প্ল্যানার সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য শাখার তরফে একটি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তিনি ৷ জানান, কলকাতা কর্পোরেশনে তাঁর অবসরের পর থেকে কোনও নতুন টাউন প্ল্যানার নিয়োগ করা হয়নি। পাশাপাশি এই মুহূর্তে কোনও আর্কিটেক্টও নেই সেখানে ৷ যে কোনও ইঞ্জিনিয়ার যে টাউন প্ল্যানার নয়, সে কথাও মনে করিয়ে দেন দীপঙ্কর।
উল্লেখ্য, 2014 সালে অবসর নিয়েছেন কলকাতা কর্পোরেশনের ডিজি টাউন প্ল্যানার দীপঙ্কর সিনহা। এই পদ একটি বিধিবদ্ধ পদ। এই পদ শূন্য রেখে বিভাগের কাজ করা যায় না ৷ এই মূহুর্তে কলকাতা কর্পোরেশনের টাউন প্ল্যানিং বিভাগের ডিজি পদে রয়েছেন অমিতাভ পাল ৷ এতদিন জলের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার পদে ছিলেন তিনি ৷ এই প্রসঙ্গে দীপঙ্কর বলেন, "উনি জলের বিষয়ে খুবই ভালো বোঝেন তবে টাউন প্ল্যানিং বিষয়ে ওর জানা নেই। কারণ এই বিষয়ে নির্দিষ্টভাবে পড়াশোনা করতে হয়।"