পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দানা দুর্যোগে সুরাহা চেয়ে কলকাতা পুরনিগমের কন্ট্রোল রুমে ফোন রাজভবনের, শুরু তরজা - CYCLONE DANA

দানা দুর্যোগে মানুষের সমস্যার সুরাহা চেয়ে রাজভবন থেকে ফোন গেল কলকাতা পুরনিগমের কন্ট্রোল রুমে ৷ এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷

ETV BHARAT
কলকাতা পুরনিগমের কন্ট্রোল রুমে ফোন রাজভবনের (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 25, 2024, 6:18 PM IST

কলকাতা, 25 অক্টোবর:ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় রাজ্য প্রশাসনের পাশাপাশি বিশেষ কন্ট্রোল রুম খুলেছিল রাজভবন ৷ সেখানে অনেকেই ফোন করে জানিয়েছেন নিজেদের সমস্যার কথা ৷ সেইসব সমস্যারই সুরাহা করতে রাজভবন থেকে আবার ফোন গেল কলকাতা পুরনিগমের ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুমে ৷ তাই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।

দানা মোকাবিলায় রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন খুলেছিল কন্ট্রোল রুম । পাশাপশি কলকাতা পুরনিগম বিশেষ কন্ট্রোল রুম খোলে ৷ লালবাজারের তরফেও বিশেষ নম্বর চালু হয় । তবে এসবের পরেও সমান্তরাল ভাবে রাজ্যের সাংবিধানিক প্রধানকে কন্ট্রোল রুম থেকে শুরু করে ইমেল আইডি খুলতে দেখা গিয়েছে । টাস্ক ফোর্সও গঠন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।

দানার জেরে এখনও বৃষ্টিস্নাত কলকাতা । রাজপথ থেকে অলিগলি জলের তলায় । অনেক জায়গায় ভেঙে পড়েছে গাছ । এমন পরিস্থিতিতেই কলকাতা পুরনিগমের ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুমে কয়েকটি ফোন আসে রাজভবন থেকে ৷ কলকাতা পুরনিগমের কন্ট্রোল রুমের এক কর্মী জানান, রাজভবন থেকে বেশ কয়েকটি ফোন আসে । সবক'টিই অবশ্য দানা দুর্যোগ সংক্রান্ত । রাজবনের কন্ট্রোল রুমে যে সমস্ত নাগরিক ফোন করেছেন, সেই অভিযোগগুলিই রাজভবনের তরফে পুরনিগমের কাছে এসেছে বলে জানান ওই কর্মী । আর এই ঘটনায় শুরু হয় রাজনৈতিক তরজা ।

বিজেপি নেতা সজল ঘোষ বলেন, "এখন এই রাজ্য সরকার বা তাদের কোনও প্রতিষ্ঠানের উপরেই মানুষ আস্থা রাখতে পারছে না । তাই বিকল্প হিসেবে তারা রাজভবনের কাছে অভিযোগ জানিয়েছে । মুখ্যমন্ত্রী বা পুলিশ যদি কোনওদিন সত্যি কথাও বলেন, তাও মানুষ তাঁদের কথা বিশ্বাস করতে চাইছে না । তাই দুর্যোগে তারা ভরসা রাখছে রাজ্যপালের উপরেই ।"

এ বিষয়ে তৃণমূল নেতা তথা কলকাতা পুরনিগমের মেয়র পারিষদ তারক সিং বলেন, "রাজ্যের সরকার নির্বাচিত । কলকাতা পুরনিগমের বোর্ড নির্বাচিত । 365 দিন পুর পরিষেবা দিয়ে থাকি । সেখানে ওঁকে মনে রাখতে হবে যে তিনি মনোনীত । তিনি এটা করতে পারেন না । এগুলো নির্বাচিত সরকারের কাজে হস্তক্ষেপ । এটা ঠিক কাজ নয় ।"

রাজনৈতিক মহলের মতে, রাজ্যপাল রাজভবনে কন্ট্রোল রুম করেছেন । সেটার বদলে তিনি সরকার ও তার প্রতিষ্ঠান কলকাতা পুরনিগমের বা পুলিশের কন্ট্রোল রুমের নম্বর শেয়ার করতে পারতেন বা সেগুলোতে ফোন করার জন্য মানুষের কাছে আবেদন করতে পারতেন । সেটা না-করে তিনি নিজে কন্ট্রোল রুম খুললেন । তবে যে সমস্ত প্রতিষ্ঠানের সমান্তরাল ভাবে তিনি কন্ট্রোল রুম খুললেন, কোনও অভিযোগ এলে সুরাহার জন্য সেই প্রতিষ্ঠানগুলিরই দ্বারস্থ হতে হল তাঁকে ৷ এই নিয়ে কটাক্ষের সুর শোনা গিয়েছে শাসকদলের বেশ কয়েকজন নেতার গলায় ৷

ABOUT THE AUTHOR

...view details