কলকাতা, 25 অক্টোবর:ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় রাজ্য প্রশাসনের পাশাপাশি বিশেষ কন্ট্রোল রুম খুলেছিল রাজভবন ৷ সেখানে অনেকেই ফোন করে জানিয়েছেন নিজেদের সমস্যার কথা ৷ সেইসব সমস্যারই সুরাহা করতে রাজভবন থেকে আবার ফোন গেল কলকাতা পুরনিগমের ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুমে ৷ তাই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।
দানা মোকাবিলায় রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন খুলেছিল কন্ট্রোল রুম । পাশাপশি কলকাতা পুরনিগম বিশেষ কন্ট্রোল রুম খোলে ৷ লালবাজারের তরফেও বিশেষ নম্বর চালু হয় । তবে এসবের পরেও সমান্তরাল ভাবে রাজ্যের সাংবিধানিক প্রধানকে কন্ট্রোল রুম থেকে শুরু করে ইমেল আইডি খুলতে দেখা গিয়েছে । টাস্ক ফোর্সও গঠন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।
দানার জেরে এখনও বৃষ্টিস্নাত কলকাতা । রাজপথ থেকে অলিগলি জলের তলায় । অনেক জায়গায় ভেঙে পড়েছে গাছ । এমন পরিস্থিতিতেই কলকাতা পুরনিগমের ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুমে কয়েকটি ফোন আসে রাজভবন থেকে ৷ কলকাতা পুরনিগমের কন্ট্রোল রুমের এক কর্মী জানান, রাজভবন থেকে বেশ কয়েকটি ফোন আসে । সবক'টিই অবশ্য দানা দুর্যোগ সংক্রান্ত । রাজবনের কন্ট্রোল রুমে যে সমস্ত নাগরিক ফোন করেছেন, সেই অভিযোগগুলিই রাজভবনের তরফে পুরনিগমের কাছে এসেছে বলে জানান ওই কর্মী । আর এই ঘটনায় শুরু হয় রাজনৈতিক তরজা ।