পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আলাদা রাজ্যের দাবি নিয়ে লোকসভা ভোটে লড়বে কামতাপুর পিপলস পার্টি - Lok Sabha Election 2024

Kamtapur Peoples Party: বহুদিনের দাবি, আলাদা কামতাপুর রাজ্য ৷ সেই দাবিকে সামনে রেখেই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে চলেছে কামতাপুর পিপলস পার্টি ৷

Kamtapur Peoples Party
Kamtapur Peoples Party

By ETV Bharat Bangla Team

Published : Apr 10, 2024, 4:41 PM IST

Updated : Apr 10, 2024, 4:47 PM IST

লোকসভা ভোটে লড়বে কামতাপুর পিপলস পার্টি

মালদা, 10 এপ্রিল: এক সময় আলাদা রাজ্যের দাবিতে সশস্ত্র আন্দোলনে নেমেছিল কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন (কেএলও) । 2014 সালে সেই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার । ফলে কেএলও’র প্রতিষ্ঠাতা জীবন সিংহ খানিকটা পিছিয়ে যেতে বাধ্য হন । গত বছর তাঁর আত্মসমর্পণের খবর ছড়িয়ে পড়েছিল বিভিন্ন মহলে ৷ যদিও লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার ঠিক আগেই সামনে এসেছে গোপন ডেরা থেকে তাঁর দেওয়া ভিডিয়োবার্তা ৷

তা সত্ত্বেও বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে সেই সংগঠনের অস্তিত্ব খানিক বিপন্ন । অথচ এই সশস্ত্র আন্দোলনে এক সময় বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন । মারা গিয়েছিলেন একাধিক পুলিশকর্মীও । পরবর্তীতে কেএলও’র একাংশ ভেঙে তৈরি হয় কেপিপি বা কামতাপুর পিপলস পার্টি । সেই কামতাপুর পিপলস পার্টিও এবার একই ইস্যুতে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে । আর্থিক অভাবে উত্তরবঙ্গের একটি লোকসভা আসন বাদে বাকি সাতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে কেপিপি প্রার্থীরা, জানিয়েছেন পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুভাষ বর্মন ।

সুভাষ বর্মন বলেন, “আগে আমাদের অনেক দল অনেক প্রতিশ্রুতি দিয়েছিল । কিন্তু কেউ কথা রাখেনি । গত লোকসভা নির্বাচনেও আমরা প্রার্থী দিয়েছিলাম । এবারও আমরা লোকসভা নির্বাচনে লড়াই করছি । গত নির্বাচনের মতো এবারও আমি নিজে উত্তর মালদা কেন্দ্রের প্রার্থী হচ্ছি । উত্তরবঙ্গের আটটি লোকসভা আসনের মধ্যে সাতটি আসনে আমাদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে । শুধুমাত্র আর্থিক অভাবে আমরা দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে প্রার্থী দিতে পারছি না ।”

তাঁর কথায়, “আমাদের মূল লক্ষ্য কামতাপুর নামে আলাদা রাজ্য । কারণ, স্বাধীনতার পর থেকে উত্তরবঙ্গের কোনও উন্নয়ন হয়নি । এখনও আমরা কলকাতা বা দক্ষিণবঙ্গের তুলনায় হাজার গুণ পিছিয়ে । আমাদের আর্থিক, সামাজিক, রাজনৈতিক দুরাবস্থা কাটিয়ে উঠতেই আমরা আলাদা রাজ্যের দাবি করে আসছি । আলাদা রাজ্য না-হওয়া পর্যন্ত উত্তরবঙ্গের মানুষের কোনও সমস্যার সমাধান হবে না ।”

আরও পড়ুন:

  1. পৃথক রাজ্য ও ভাষার স্বীকৃতি না পেলে বিজেপিকে ভোট নয়, হুঁশিয়ারি কেপিপির
  2. তৃণমূলের সঙ্গে কেপিপি, ভুয়ো মনোনয়ন পেশের আশঙ্কায় কমিশনের অভিযোগ অমিত রায়ের
  3. প্রচারে বেরিয়ে ফের অসুস্থ রেখা, অক্সিজেন সাপোর্টে বসিরহাটের বিজেপি প্রার্থী
Last Updated : Apr 10, 2024, 4:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details