দার্জিলিং, 5 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডে টাকা দিয়ে মুখবন্ধ রাখা আর সাদা কাগজে সই করিয়ে নেওয়ার মতো গুরুতর অভিযোগ তুলেছে আরজি কর-কাণ্ডে নির্যাতিতার পরিবার। আর এবার সেই ঘটনায় তীব্র ক্ষোভ উগরে দিলেন উত্তর পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। শুধু তাই নয়, মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলাদের সুরক্ষা আর রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুললেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাগডোগরা পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সেখান থেকে সড়ক পথে সিকিমের গ্যাংটকের উদ্দেশে রওনা দেন তিনি। রওনা দেওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন উত্তর পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী। তিনি বলেন, "গোটা ঘটনাটাকে এখন ধামাচাপা দেওয়ার পরিকল্পণা চলছে। এটা দুর্ভাগ্যের যে, কয়েক বছর ধরে গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেস আর মুখ্যমন্ত্রীর দ্বারা আতঙ্ক ও হিংসার পরিবেশ সৃষ্টি হয়েছে। এ রাজ্যে মহিলাদের সঙ্গে খালি দুর্ব্যবহার নয়, তাদের খুনও করা হয়। আর দোষীদের বাঁচানোর চেষ্টা করা হয়।"