পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ব্যাংক ঋণ ও ক্রেডিট কার্ডের ফোনে নাজেহাল বিচারপতি রাজাশেখর মান্থা - Cal HC Justice Rajashekhar Mantha

Calcutta HC Justice Rajashekhar Mantha: দিনেদুপুরে যখন খুশি তখন ফোন আসছে বিচারপতি রাজাশেখর মান্থার কাছে ৷ তাও কি না, ব্যাংক ঋণ ও ক্রেডিট কার্ড নেওয়ার জন্য ফোন করা হচ্ছে তাঁকে ৷ আর তাতেই বিরক্ত হয়ে উঠেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 19, 2024, 3:05 PM IST

কলকাতা, 19 মার্চ: কর্মব্যস্ত একজন সাধারণ মানুষের কাছে ব্যাংক লোন ও ক্রেডিট কার্ডের ফোন কল জীবনের সবচেয়ে বিরক্তিকর মুহূর্ত ৷ এবার সেই ফোন কলের শিকার হচ্ছেন খোদ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ৷ রোজ সকাল থেকে সারাদিনে সাত থেকে আটবার ঋণ ও ক্রেডিট কার্ড নেওয়ার জন্য ফোনে নাজেহাল করা হচ্ছে তাঁকে ৷ আজ এজলাসে অন্য একটি মামলার শুনানির মাঝে এই প্রসঙ্গ তুলে রাজ্য সরকারের আইনজীবীর কাছে অভিযোগ করলেন খোদ বিচারপতি ৷

আসলে ঠিক কী ঘটেছে ? বিচারপতি রাজাশেখর মান্থা জানান, প্রতিদিন সকাল থেকে সারাদিনে সাত-আটবার করে দু’টি ব্যাংকের নামে ফোন করা হচ্ছে তাঁকে ৷ যা বর্তমানে হেনস্থার পর্যায়ে চলে গিয়েছে ৷ তিনি জানিয়েছেন, একটা নম্বর ব্লক করলে, পর মুহূর্তে অন্য নম্বর থেকে ফোন করা হচ্ছে ৷ তাই নিয়ে সরকারি কৌশলির কাছে তাঁর কাতর আবেদন, "এটা রীতিমতো হেনস্থার পর্যায় পৌঁছেছে ৷ দয়া করে একটা কিছু করুন ৷ এইভাবে ব্যাংকের লোন ও ক্রেডিট কার্ডের নামে হেনস্থা হচ্ছি ৷ এমনকি নাম্বার ব্লক করলে, অন্য কোনও নাম্বার থেকে সেই একভাবে কল আসছে ৷ আবার কোনও কোনও নাম্বার যাচাই পর্যন্ত করা যাচ্ছে না ৷ এইভাবে গত সপ্তাহদুয়েক ধরে ফোনের জ্বালায় চরম নাজেহাল হচ্ছি ৷"

বিচারপতি রাজাশেখর মান্থার মতো, এমন ব্যাংক লোন ও ক্রেডিট কার্ডের ফোন আমজনতার কাছেও রোজকার মাথাব্যাথা ৷ কেউ অত্যন্ত জরুরি কাজের মধ্যে বা বিপদের মধ্যে রয়েছেন, আর ঠিক সেই সময় ফোন বেজে উঠল ৷ কল রিসিভ করার পর উলটোদিক থেকে ঋণ বা ক্রেডিট কার্ড বিক্রির কৌশলী বুলি আওড়াতে শুরু করলেন একজন ৷ সেই মুহূর্তে ওই ব্যক্তি কতটা বিরক্ত হতে পারেন, তা যিনি এই পরিস্থিতির শিকার হয়েছেন, তিনি জানেন ৷ ফলে বিচারপতির মতো গুরুত্বপূর্ণ পদ সামলানো একজনের পক্ষে তা আরও বড় সমস্যা ৷

এ নিয়ে বিচারপতি রাজাশেখর মান্থা সরকারি আইনজীবীকে অনুরোধ করেছেন, যাতে পুলিশকে বলে এই বিষয়টি বন্ধ করা যায় ৷ উল্লেখ্য, বর্তমানে বিচারপতি রাজাশেখর মান্থা স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাগুলির শুনানি করছেন ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবসর নেওয়ার পর, তাঁর এজলাসের সব মামলা এই মুহূর্তে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে গিয়েছে ৷

আরও পড়ুন:

  1. দাড়িভিট কাণ্ডে আদালত অবমাননা, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব-এডিজি সিআইডিকে তলব হাইকোর্টের
  2. লুচি-আলুপোস্ত আর মিষ্টি দইয়ের মতো মিটিং-মিছিলও বাঙালির সংস্কৃতি, কটাক্ষ হাইকোর্টের প্রধান বিচারপতির
  3. হাইকোর্টের নির্দেশ খেলার জিনিস ? কলকাতার পুলিশ কমিশনারকে ভর্ৎসনা বিচারপতির

ABOUT THE AUTHOR

...view details