পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ন্যাশনাল মেডিক্যালে সন্দীপের পিএ, অতিরিক্ত সুপারের ঘর ঘেরাও জুনিয়র ডাক্তারদের - Sandip Ghosh PA at CNMC - SANDIP GHOSH PA AT CNMC

Sandip Ghosh's PA at Calcutta National Medical College: 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর নবান্ন অভিযান ঘিরে যখন ধুন্ধুমার কলকাতার রাজপথ, ঠিক সেই সময়ই কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে পৌঁছে গেলেন সন্দীপ ঘোষের পিএ প্রসূন চট্টোপাধ্যায় ৷ আর তারপরেই হাসপাতালের অতিরিক্ত সুপারের ঘরের সামনে বিক্ষোভ শুরু করেন জুনিয়র ডাক্তাররা ৷

Sandip Ghosh's PA Prasun Bhattacharya at CNMC
ন্যাশনাল মেডিক্যালে সন্দীপ ঘোষের পিএ-কে ঘিরে বিক্ষোভ ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2024, 5:35 PM IST

কলকাতা, 27 অগস্ট: 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর ডাকে আরজি করের বিচার চেয়ে চলছে নবান্ন অভিযান ৷ সেই অভিযান ঘিরে উত্তপ্ত কলকাতা ও হাওড়া ৷ এর মাঝেই উত্তপ্ত হয়ে উঠল কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল ৷ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পিএ প্রসূন চট্টোপাধ্যায় আজ হঠাৎই কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে হাজির হন ৷ অতিরিক্ত সুপারের ঘরে ঢোকেন তিনি ৷ এরপরেই ক্ষুব্ধ হয়ে ওঠেন, অবস্থানরত জুনিয়র ডাক্তাররা ৷ তাঁরা অতিরিক্ত সুপারের ঘর ঘেরাও করেন ৷ প্রশ্ন তোলা হয়, কেন আরজি কর-কাণ্ডে অন্যতম অভিযুক্ত চিকিৎসক সন্দীপ ঘোষের পিএ সেখানে এসেছেন ?

আরজি করে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তপ্ত রাজ্য ৷ শুরু থেকেই বিচারের দাবিতে আন্দোলন চলছে রাজ্যজুড়ে ৷ বিচার চেয়ে পথে আমজনতা ৷ জুনিয়র চিকিৎসকরা চালাচ্ছেন কর্মবিরতি ও অবস্থান বিক্ষোভ ৷ হাসপাতালের জরুরি বিভাগ থেকে শুরু করে আউটডোরের পরিষেবা সামাল দিচ্ছেন সিনিয়র চিকিৎসকরা ৷ ধর্ষণ ও খুনের শিকার মহিলা চিকিৎসক উপযুক্ত বিচার না-পাওয়া পর্যন্ত, এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকদের মঞ্চ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ৷

এই ঘটনায় আরজি করের অধ্যক্ষ পদে ইস্তফা দিয়েছিলেন সন্দীপ ঘোষ ৷ আন্দোলনের চাপে তিনি পদত্যাগ করলেও, পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁর পোস্টিং দিয়েছিল স্বাস্থ্যভবন ৷ সেখানে দায়িত্বভার নিতে গিয়ে বাধা পেয়েছিলেন তিনি ৷ দ্ব্যর্থহীন ভাষায় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন, সন্দীপ ঘোষকে এই হাসপাতালে পা রাখতে দেবেন না তাঁরা ৷ আর সেখানেই আজকে সন্দীপ ঘোষের পিএ-র যাওয়া নিয়ে প্রশ্ন উঠছে ৷ প্রতিবাদে ন্যাশনাল মেডিকেল কলেজের অতিরিক্ত সুপারের ঘরে ঘেরাও চলছে জুনিয়র ডাক্তারদের ৷

উল্লেখ্য, যেদিন সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিক্যাল কলেজে ঢুকতে বাধা দেওয়া হয়, সেদিন পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যের দুই বিধায়ক জাভেদ খান এবং স্বর্ণকমল সাহা ৷ তবে, তাঁরাও বিক্ষোভের মুখে পড়ে ফিরতে বাধ্য হন ৷ গো-ব্যাক স্লোগান দেওয়া হয় তাঁদের ৷ পরবর্তী সময়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে অনির্দিষ্টকালের ছুটিতে চলে যেতে হয়েছে সন্দীপ ঘোষকে ৷

ABOUT THE AUTHOR

...view details