কলকাতা, 27 অগস্ট: 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর ডাকে আরজি করের বিচার চেয়ে চলছে নবান্ন অভিযান ৷ সেই অভিযান ঘিরে উত্তপ্ত কলকাতা ও হাওড়া ৷ এর মাঝেই উত্তপ্ত হয়ে উঠল কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল ৷ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পিএ প্রসূন চট্টোপাধ্যায় আজ হঠাৎই কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে হাজির হন ৷ অতিরিক্ত সুপারের ঘরে ঢোকেন তিনি ৷ এরপরেই ক্ষুব্ধ হয়ে ওঠেন, অবস্থানরত জুনিয়র ডাক্তাররা ৷ তাঁরা অতিরিক্ত সুপারের ঘর ঘেরাও করেন ৷ প্রশ্ন তোলা হয়, কেন আরজি কর-কাণ্ডে অন্যতম অভিযুক্ত চিকিৎসক সন্দীপ ঘোষের পিএ সেখানে এসেছেন ?
আরজি করে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তপ্ত রাজ্য ৷ শুরু থেকেই বিচারের দাবিতে আন্দোলন চলছে রাজ্যজুড়ে ৷ বিচার চেয়ে পথে আমজনতা ৷ জুনিয়র চিকিৎসকরা চালাচ্ছেন কর্মবিরতি ও অবস্থান বিক্ষোভ ৷ হাসপাতালের জরুরি বিভাগ থেকে শুরু করে আউটডোরের পরিষেবা সামাল দিচ্ছেন সিনিয়র চিকিৎসকরা ৷ ধর্ষণ ও খুনের শিকার মহিলা চিকিৎসক উপযুক্ত বিচার না-পাওয়া পর্যন্ত, এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকদের মঞ্চ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ৷