পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিনীতের পদত্যাগ দাবি ! বিনিদ্র রজনী কাটিয়ে এখনও রাজপথেই চিকিৎসকরা - RG Kar Doctor Rape and Murder

RG Kar Doctor Rape and Murder Incident: নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা । সারারাত ধরে চলেছে তাঁদের আন্দোলন ৷ রাত পেরিয়ে সকালেও অবস্থান-বিক্ষোভে বসে রয়েছেন তাঁরা ৷

RG Kar Doctor Rape and Murder Incident
এখনও রাজপথেই চিকিৎসকরা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2024, 11:41 AM IST

কলকাতা, 3 সেপ্টেম্বর: সোমবার রাত পেরিয়ে মঙ্গলবার সকাল ৷ রাত দখল করার পর আজ সকালেও অবস্থানে অনড় জুনিয়র চিকিৎসকরা ৷ আন্দোলনকারী চিকিৎসকরদের দাবি, তাঁদের মিছিলকে বেন্টিংক স্ট্রিট পর্যন্ত যেতে দিতে হবে । নয়তো পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে আসতে হবে এই অবস্থার মঞ্চের সামনে । পুলিশ কমিশনার আসার পর তাঁর সঙ্গে কথা বলবেন জুনিয়র চিকিৎসকরা । আন্দোলনকারী চিকিৎসকরা স্পষ্ট করে দিয়েছেন, যতক্ষণ না দাবি মানা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই অবস্থান আন্দোলনে থাকবেন ৷

সোমবার দুপুর দু’টো থেকে লালবাজার অভিযান শুরু করেছিলেন জুনিয়র চিকিৎসকরা । কলেজ স্কোয়ার থেকে মিছিল করে তাঁরা এগিয়ে আসছিলেন লালবাজারের দিকে । ফিয়ার্স লেনে তাঁদের মিছিল আটকায় পুলিশ । সেখানেই বিরাট ব্যারিকেডের সামনেই বসে পড়েন তাঁরা ৷ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গ্রেফতারির খবরে খুশি হলেও নিজেদের মূল দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা ৷

তাঁদের কথায়, ‘‘আমরা শান্তিপূর্ণ মিছিল, আন্দোলন করছিলাম ৷ কোনও অশান্তিমূলক কাজ আমরা করব না । পুলিশকে এই ব্যারিকেড খুলে দিতে হবে । নয়তো বিনীত গোয়েলকে ব্যারিকেডের সামনে আসতে হবে ।

পুলিশ কমিশনারের বদলে যদিও লালবাজারের তরফ থেকে একাধিক শীর্ষপদস্থ পুলিশ আধিকারিক আসেন ৷ তাঁরা জুনিয়র চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন । কিন্তু কিছুতেই পিছতে রাজি হননি আন্দোলনকারী চিকিৎসকরা । লালবাজার অভিযানের প্রধান দাবি, বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতেই অনড় তাঁরা । তাই যতক্ষণ না তাঁর সঙ্গে কথা বলছেন, ততক্ষণ পর্যন্ত আন্দোলনে থাকবেন বলে স্পষ্ট করে দেন জুনিয়ার চিকিৎসকরা ৷

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details