ঝাড়গ্ৰাম, 8 সেপ্টেম্বর: জার্মানিতে ‘আয়রন ম্যান’ খেতাব পেয়ে অনন্য নজির সৃষ্টি করলেন ঝাড়গ্ৰামের যুবক । জার্মানির ডুইসবর্গে এ বছর বসেছিল বিশ্ব আয়রন ম্যান চ্যাম্পিয়নশিপের আসর । বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারতের 5 জন প্রতিযোগী অংশগ্ৰহণ করেছিলেন । সেখানেই ছিলেন সাঁকরাইল ব্লকের ছত্রি গ্ৰাম পঞ্চায়েতের পালয়ডাঙ্গা গ্ৰামের 33 বছরের জনা মাণ্ডি ৷
ইউরোপের বিভিন্ন দেশে প্রতিবছর আয়রন ম্যান চ্যাম্পিয়নশিপের আসর বসে ৷ খেলার জগতে কঠিনতম প্রতিযোগিতা হিসেবে এটি পরিচিত । সাঁতার , সাইকেলিং, দৌড় 8 ঘন্টা 30 মিনিটের মধ্যে শেষ করতে হয় । এই সময় সীমার মধ্যে যারা প্রতিযোগিতা শেষ করেন তাঁদের ‘আয়রন ম্যান’ খেতাব দেওয়া হয় ।
জার্মানির ডুইসবর্গে এবছর প্রাথমিক পর্বের প্রতিযোগিতার আসর বসেছিল । মূল পর্বের খেলা ফ্রান্সে অনুষ্ঠিত হবে । প্রতিযোগিতায় ইউরোপ, আয়ারল্যান্ড, দক্ষিণ আমেরিকা, ব্রাজিল, জাপান, অস্ট্রেলিয়া, ভারত-সহ পৃথিবীর নানা প্রান্তের 3500 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন । জনা মাণ্ডি-সহ ভারতের মোট 5 জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন । জনা রাইন নদীর 1.9 কিলোমিটার মাত্র 37 মিনিটে সাঁতার কেটে অতিক্রম করেন । এরপর সাইকেলিং করে 90 কিমি রাস্তা 3 ঘণ্টা 10 মিনিটে সম্পূর্ণ করেন । শেষ ধাপে 21.1 কিলোমিটার রাস্তা দৌড়ে 2 ঘণ্টা 29 মিনিটে সম্পূর্ণ করে জনা। সাঁতার ,সাইকেলিং ও দৌড় মিলিয়ে সময় নেন 6 ঘণ্টা 34 মিনিট 38 সেকেন্ড সম্পূর্ণ করেন ৷