কলকাতা, 21 অক্টোবর: কেন স্বাস্থ্য সচিবকে অপসারণ করতে হবে ? এবার সেই ব্যাখ্যা দিলেন ডাক্তাররা ৷ স্পষ্ট ভাষায়, বিস্তারিত ভাবে জানিয়ে মুখ্যমন্ত্রীকে মেল করল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। শনিবার জুনিয়র চিকিৎসকদের মঞ্চে আসেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়ার চিকিৎসকদের ফোনে কথাও বলান তিনি। কিন্তু, সেই কথোপকথনের মাধ্যমে মুখ্যমন্ত্রী জুনিয়ার চিকিৎসকদের জানিয়ে দেন, এই মুহূর্তে স্বাস্থ্য সচিবকে অপসারণ করা সম্ভব নয়। তারপর ফের এই নিয়ে বিতর্ক দানা বাঁধে।
জুনিয়র চিকিৎসকরা নিজেদের মতো মেল করেছেন মুখ্য সচিবকে। সেখানে আগামীকাল বৈঠকের যোগ দেওয়ার পাশাপাশি তাদের দশ দফা দাবিকে স্পষ্ট করেছে তারা। তবে এর পাশাপশি প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে আরও একটা মেল করা হয়েছে। সেখানেই স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে কী কী অভিযোগ আছে, সেই বিষয়গুলি স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে এই সংক্রান্ত বেশ কিছু নথিও তারা জুড়ে দেন এই মেলে।