পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোমবার ফের বৈঠকে শিক্ষামন্ত্রী, ভোটের আগে ভালো খবরের আশায় চাকরিপ্রার্থীরা

Bratya and Kunal to meet jobseekers: আবারও বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী। চাকরিপ্রার্থীদের প্রতিনিধি হিসেবে হাজির থাকবেন কুণালও। ভোটের আগেই সমস্যা মিটে যাবে বলে আশা চাকরিপ্রার্থীদের।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 8, 2024, 9:35 PM IST

Updated : Mar 8, 2024, 9:46 PM IST

কলকাতা, 8 মার্চ:ফের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন চাকরিপ্রার্থীরা। বিকাশ ভবনে সোমবার বিকেল চারটের সময় এই বৈঠকটি হবে। এসএলএসটি'র নবম থেকে দ্বাদশ শ্রেণীর চাকরিপ্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর ওই বৈঠকে তৃণমূল নেতা কুণাল ঘোষ থেকে শুরু করে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সহ শিক্ষা দফতরের বিভিন্ন আধিকারিকরাও উপস্থিত থাকবেন। চাকরিপ্রার্থীদের কথায়, "আমরা জানতে পেরেছি শিক্ষাদফতর এবং কমিশন আইনি পরামর্শে নিয়েছে। সমস্যার সমাধান দরকার কারণ ভোটটা এগিয়ে আসছে। আমরা আশা করছি এটাই আমাদের শেষ বৈঠক হবে।"

শুক্রবার চাকরিপ্রার্থীদের কয়েকজন প্রতিনিধি কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন। সেখানে দু'পক্ষের মধ্যে প্রায় আধঘণ্টা আলোচনা হয়। তারপরই ফের শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক বিষয়টি ঠিক হয়। কতদূর এগিয়েছে নিয়োগ প্রক্রিয়া তা নিয়েই আলোচনা হবে। চাকরিপ্রার্থীদের অভিযোগ, গত বৈঠকের পর ফেব্রুয়ারি মাসের এক তারিফ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল । সেই সময়ের মধ্যে কেন নিয়োগ হল না সেটাই জানতে চাওয়া হবে। ঠিক কোথায় বিষয়টি আটকে রয়েছে তাও জানতে চাওয়া হবে কমিশনের চেয়ারম্যানের কাছ থেকে।

এদিকে, সম্প্রতি সংবাদমাধ্যমে চাকরিপ্রার্থীদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মন্তব্যের পর ক্ষুদ্ধ চাকরিপ্রার্থীরা। তাঁদের কথায়, "বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মানসিক লড়াই হচ্ছে রাজনৈতিক নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। উনি বলেছেন আমরা তালে-গোলে-মালে চাকরি পাওয়ার চেষ্টা করছি। এই কথাটা আমাদের পক্ষে অপমানজনক। তাহলে কি আপনিও তালে-গোলে-মালে সিবিআই তদন্তের কথা বলেছিলেন? এটা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য নয়। এটা সদ্য রাজনীতিতে আসা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য।" এমনকী চাকরিপ্রার্থীদের একাংশের কাছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর "ভগবান নন"। তাঁর দেওয়া একাধিক সিবিআই তদন্তের জন্যই নিয়োগ প্রক্রিয়া এখনও আটকে রয়েছে বলেই মনে করছেন বেশ কিছু চাকরিপ্রার্থী।

আরও পড়ুন:

  1. হাজার হাজার চাকরি খেয়ে এখন নেতা!
  2. মোটা টাকায় চাকরি বিক্রির অভিযোগ, তৃণমূল নেতাদের বিরুদ্ধে আন্দোলনে দলের একাংশ
Last Updated : Mar 8, 2024, 9:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details