পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রার্থী না হওয়ার আক্ষেপ নেই, আলুওয়ালিয়ার হয়ে দেওয়াল লিখলেন জিতেন্দ্র - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Jitendra Tiwari in Asansol: আসানসোলে সুরিন্দর সিং আলুওয়ালিয়ার হয়ে প্রচার শুরু করলেন জিতেন্দ্র তিওয়ারি ৷ জানালেন, মান-অভিমানের পালা ভুলে বিজেপিকে জেতানোই তাঁর লক্ষ্য ৷

Etv Bharat
আলুওয়ালিয়ার হয়ে দেওয়াল লিখলেন জিতেন্দ্র

By ETV Bharat Bangla Team

Published : Apr 11, 2024, 8:31 PM IST

আসানসোল, 11 এপ্রিল: সকলে ধরেই নিয়েছিলেন আসানসোল লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে বেছে নেওয়া হবে জিতেন্দ্র তিওয়ারিকে ৷ কিন্তু বিজেপি তার বদলে নাম ঘোষণা করেছে সুরিন্দর সিং আলুওয়ালিয়ার ৷ মনোমালিন্য সরিয়ে সুরিন্দরের হয়ে ভোট প্রচারে নামলেন জিতেন্দ্র ৷ দেওয়াল লিখে আর প্রচার সভা করে জোরদার ভোট প্রচারে নেমেছেন জিতেন্দ্র।

এই বিষয়ে বিজেপি নেতা বলেন, "কার্যকর্তা তো অনেকেই রয়েছেন। প্রত্যেককেই কি প্রার্থী করা সম্ভব? আমরা এখন সবাই আলুওয়ালিয়াকে জেতাতে প্রচারে নামব ৷ তাঁকে জেতানোই আমাদের মূল লক্ষ্য ৷" সাম্প্রতিককালে রাজ্য রাজনীতিতে দেখা গিয়েছে অর্জুন সিং থেকে শুরু করে তাপস রায়ের মতো নেতারা তৃণমূলে টিকিট না পেয়ে দল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েই প্রার্থী হয়েছেন। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম জিতেন্দ্র তিওয়ারি।

গত আসানসোল লোকসভা উপনির্বাচনেই প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হতে পারে বলে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু উপনির্বাচনে বিজেপি জিতেন্দ্র তিওয়ারিকে প্রার্থী করেনি। সেই সময় বিজেপি সূত্রে জানা গিয়েছিল, উপনির্বাচনকে বেশি গুরুত্ব দিতে চাইছে না বলেই জিতেন্দ্রকে প্রার্থী করেনি বিজেপি। দলেরই একাংশ তখনও বলেছিল যে জিতেন্দ্র তিওয়ারি প্রার্থী না হতে পারলে হয়তো তিনি দল ছেড়ে দেবেন। কিন্তু লোকসভা উপনির্বাচনে জিতেন্দ্র তিওয়ারি বিজেপির হয়েই প্রচার শুরু করেন।

এবারের লোকসভা নির্বাচনে প্রথম থেকেই আলোচনায় ছিলেন জিতেন্দ্র। কিন্তু মাঝখানে পবন সিংয়ের নাম ঘোষণা হওয়ায় খানিকটা হলেও জিতেন্দ্র অনুগামীদের শিবিরে কালো মেঘের ছায়া দেখা গিয়েছিল। তবে মন খারাপের মেঘ সরিয়ে আবারও ভোটের ময়দানে বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার হয়ে প্রচার শুরু করলেন জিতেন্দ্র তিওয়ারি ৷ সবমিলিয়ে এবার আসানসোলে বিজেপি পদ্ম ফোটাতে পারে কি না, তা জানা যাবে 4 জুন ৷

ABOUT THE AUTHOR

...view details