জলপাইগুড়ি, 12 সেপ্টেম্বর: আড়ম্বর কমিয়ে পুজো কমিটিগুলোকে আরজি করের ঘটনার বিরুদ্ধে আন্দোলনে সামিল হতে আবেদন করল আইএমএ-র জলপাইগুড়ি শাখা। একমাস হয়ে গেলেও আইএমএ জলপাইগুড়ি আরজি কর কাণ্ডে কোনও পদক্ষেপ নেয়নি ৷ তবে এবার প্রথম কর্মসূচি নিতে চলেছে ৷ এমনটাই জানিয়েছেন আইএমএ-এর প্রাক্তন সম্পাদক ডাঃ পান্থ দাসগুপ্ত ।
আরজি কর কাণ্ডে ইতিমধ্যেই জলপাইগুড়ি শাখার সম্পাদক ডাঃ সুশান্ত কুমার রায়, যুগ্ম সম্পাদক ডাঃ সৌত্রিক রায় ও সহ সভাপতি ডাঃ অভীক দে-র নাম জড়িয়েছে । আইএমএ বেঙ্গল শাখা সুশান্ত কুমার রায় ও ডাঃ অভীক দে-কে সাসপেন্ড করেছে । এই বিষয়ে জলপাইগুড়ি আইএমএ-এর প্রাক্তন সম্পাদক ডাঃ পান্থ দাসগুপ্ত বলেন, "প্রথম কর্মসূচি হিসেবে আগামী রবিবার সন্ধ্যায় আরজি করে নির্যাতিতার মৃত্যুর প্রতিবাদে আমরা নামছি । চিকিৎসক স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্যক্ষেত্রে যুক্ত ছাত্রছাত্রীরা মিছিল করে বিচারের দাবি জানাবেন। আমরা এখনও বিচার পাইনি ৷ এখনও আইএমএ জলপাইগুড়ির পুজো কমিটিগুলোকে বার্তা পাঠাবে পুজোর আড়ম্বর সংক্ষিপ্ত করে যাতে তারা সুবিচারের দাবিতে আমাদের যে আন্দোলন সেই আন্দোলনে প্রতীকী অংশগ্রহণ করুন ।"