পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়, খাতা চেক না-করেই ফল প্রকাশের অভিযোগ

খাতা না-দেখে নম্বর দেওয়ার অভিযোগ উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ৷ সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় সেমিস্টারের একটি নির্দিষ্ট পেপারে এই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ ৷

JADAVPUR UNIVERSITY
বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয় (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

কলকাতা, 19 নভেম্বর: ফের বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয় । এবার খাতা না-দেখেই নম্বর দেওয়ার গুরুতর অভিযোগ উঠল এক অধ্যাপকের বিরুদ্ধে । সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় সেমিস্টারের একটি নির্দিষ্ট পেপারে এই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ ৷ 50 জনের উত্তরপত্রের ক্ষেত্রে ঘটনাটি ঘটেছে ৷ বিষয়টি নিয়ে মঙ্গলবার দুপুর 12টা 30 মিনিটে একটি বৈঠকও ডাকা হয়েছে বলে খবর ৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত অধ্যাপক ৷

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের এক ছাত্র বলেন, "বহুদিন ধরে রেজাল্ট প্রকাশ হচ্ছিল না । অবশেষে রেজাল্ট জানা যায় ৷ তবে তা প্রকাশিত হওয়ার পরই নম্বর নিয়ে আমাদের মধ্যে সন্দেহ তৈরি হয় । তাই রিভিউ করতে দেওয়া হয় ।" যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, কোনও বিষয়ে প্রাপ্ত নম্বর পুনরায় বিবেচনা করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বাইরের শিক্ষক নিয়ে এসে উত্তরপত্র দেখা হয় ৷ এবারও তাই করা হয় ৷ তখনই পুরো বিষয়টি প্রকাশ্যে আসে বলে খবর ৷ ছাত্রটি জানান, 50 জনের উত্তরপত্র খুলে দেখা যায় সেখানে কোনও নম্বর দেওয়া নেই ৷ অথচ, বাকিদের সঙ্গে তাঁদেরও রেজাল্ট প্রকাশ করা হয়েছে ৷

এদিকে, বিষয়টা প্রকাশ্যে আসতে শোরগোল পড়ে যায় বিশ্ববিদ্যালয় চত্ত্বরে । বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সোমবার একটি বৈঠক হয় ৷ বৈঠকে প্রধান উপাচার্য, সহ-উপাচার্য, বিভাগীয় প্রধান সকলেই উপস্থিতি ছিলেন ৷ ঘটনার প্রতিবাদে অভিযোগকারীরা বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ দেখান অরবিন্দ ভবনের সামনে । তবে কোনও সুরাহা হয়নি ৷ সেই কারণে, এই নিয়ে মঙ্গলবার ফের একটি বৈঠক করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ সম্পূর্ণ অভিযোগ খতিয়ে দেখবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । দরকারে অভিযুক্ত অধ্যাপককে জিজ্ঞাসাবাদও করা পারে বলে খবর ৷ তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে ৷

পড়ুন:এশিয়ার সেরার তালিকায় কলকাতা, যাদবপুর বিশ্ববিদ্যালয়; পিছিয়ে প্রেসিডেন্সি

ABOUT THE AUTHOR

...view details