পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মদ্যপ অবস্থায় পুলিশের তৃণমূল জেলা যুব সভাপতিকে মারধরের অভিযোগ, দেখুন ভিডিয়ো - Police Allegedly Slaps TMC Leader - POLICE ALLEGEDLY SLAPS TMC LEADER

Police Allegedly Slaps TMC Youth Leader: মদ্যপ অবস্থায় পুলিশের দাদাগিরি তৃণমূলের জেলা যুব সভাপতিকে মারধরের অভিযোগ। Body:মদ্যপ অবস্থায় পুলিশের দাদাগিরি তৃণমূলের জেলা যুব সভাপতিকে মারধরের অভিযোগ।

Spat between TMC Leader and Police
পুলিশের সঙ্গে তৃণমূল জেলা যুব সভাপতির বচসার মুহূর্ত (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 10, 2024, 3:42 PM IST

ইসলামপুর, 10 অগস্ট: গাড়ি পার্ক করা নিয়ে বচসা বাধল পুলিশ ও তৃণমূল নেতার মধ্যে ৷ সেই বচসা হাতাহাতিতে গড়াল ৷ পুলিশ কর্মীর অভিযোগ তৃণমূল নেতা গাড়িটি ভুল দিকে রেখেছিলেন ৷ অন্যদিকে নেতার পালটা অভিযোগ, পুলিশকর্মী মদ্যপ অবস্থায় ছিলেন ৷ তিনি তৃণমূল যুব নেতাকে মারধর করেছেন বলেও অভিযোগ ৷ তবে নেতার দাবি, পুলিশ যে মদ্যপ অবস্থাতে ছিলেন, তা স্বীকার করেছেন থানার ওসি ৷

নেশাগ্রস্ত পুলিশের বিরুদ্ধে তৃণমূলের যুব জেলা সভাপতিকে মারধরের অভিযোগ (ইটিভি ভারত)

ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত 11.40 নাগাদ ৷ তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি আসিফ আহম্মেদ ইসলামপুর বাসস্ট্যান্ডের কাছে একটি ফলের দোকানে বাজার করছিলেন ৷ অভিযোগ, সেই সময় ফলের দোকানের সামনে গাড়ি রাখা নিয়ে এক পুলিশকর্মীর সঙ্গে তাঁর বিবাদ বাধে ৷ তিনি যুব নেতাকে প্রকাশ্যে মারধর করেন বলে অভিযোগ ।

আসিফ আহম্মেদের দাবি

আসিফ আহম্মেদের কথায়, "ফলের দোকানের সামনে রাস্তা অনেকটা ছেড়েই গাড়িটা দাঁড়িয়েছিল ৷ ইসলামপুর থানার আধিকারিক বিপ্লব মণ্ডল এসে বললেন, গাড়িটা আরও সাইড করে রাখতে ৷ আমি বললাম, ড্রাইভার ফল নিতে গিয়েছেন ৷ 1-2 মিনিট পর গাড়ি সরিয়ে নিচ্ছি ৷ তিনি কোনও কথা শুনতে চাননি ৷ আমি গাড়ি চালাতে জানি না যে, এখনই গাড়ি সরাব ৷"

বচসার মাঝেই পুলিশ কর্মী এমনভাবে তাঁর গাড়ির গেট খোলেন যে তাতে তৃণমূল যুব নেতা আসিফের গাড়িতে স্ক্র্যাচ পড়ে, অভিযোগ নেতার ৷ তিনি বলেন, "এরপর আমি গাড়ি থেকে নেমে তাঁকে জিজ্ঞেস করলাম, আপনি এমন ব্যবহার কেন করছেন ? আমার কলার ধরে ধাক্কা দেন ৷ আমার সঙ্গে পুলিশ কর্মীর ধস্তাধস্তি হয় ৷"

খবর পেয়ে তৃণমূল কর্মীরা দ্রুত ইসলামপুর বাসস্ট্যান্ডে জমায়েত করেন ৷ আসিফ আহম্মেদ জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছেন বলে জানিয়েছেন ৷ তৃণমূল নেতা বলেন, "আমি আমার পরিচয় কেন দেব ? সাধারণ মানুষ হলে, তাঁর সঙ্গেও আপনি মদ্যপ অবস্থায় এরকম ব্যবহার কেন করবেন ? তিনি আরও একবার জনসমক্ষে আমার গায়ে হাত তোলেন ৷ পরে আমি ইসলামপুর থানার ওসির সঙ্গে কথা বলি ৷ পুলিশ সুপারের সঙ্গেও কথা বলি ৷ ওসি এখানে এসেছিলেন ৷ বড়বাবু স্বীকার করেছেন যে, ওই পুলিশ কর্মী মদ্যপ অবস্থায় ছিলেন ৷ তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে ৷"

এই ঘটনায় ইসলামপুর থানার পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এলাকাবাসীরা ৷ এর আগেও ইসলামপুর থানার পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষ ও সংবাদমাধ্যমের প্রতিনিধি, এমনকী জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও অপব্যবহারের অভিযোগ উঠেছেল ৷

ABOUT THE AUTHOR

...view details