ভাঙড়, 6 নভেম্বর: আইএসএফ ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের সংঘর্ষে উত্তেজনা ভাঙড়ে ৷ আবাস যোজনার সমীক্ষাকে কেন্দ্র করে এই উত্তেজনা ছড়ায় বলে অভিযোগ ৷ তৃণমূল ও আইএসএফ একে অপরের বিরুদ্ধে আবাস যোজনার সমীক্ষাতে কারচুপির অভিযোগ তুলেছে ৷ ঘটনাটি ঘটেছে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার চক মরিচা এলাকায় ৷ ঘটনায় এক আইএসএফ কর্মী আহত হয়েছেন ৷ তৃণমূলের তরফেও তাদের কর্মীদের মারধরের অভিযোগ করা হয়েছে ৷
এই নিয়ে আইএসএফের তরফে অভিযোগ করা হয়েছে, যাঁদের পাকা বাড়ি রয়েছে বা আগেও দু-তিনবার প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেয়েছেন, তাঁদের নাম নতুন তালিকাতেও রয়েছে ৷ এভাবেই গরিব এবং সত্যিকারের দাবিদারদের বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ ৷ সরকারি আধিকারিকদের দিয়ে ন্যায্য প্রাপকদের নাম বাতিল করা হচ্ছে বলেও অভিযোগ করেছে আইএসএফ ৷ অভিযোগ, এই পুরো বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আইএসএফের কর্মীদের মারধর করে ৷ ঘটনায় আবেদুল মোল্লা নামে এক আইএসএফ কর্মী আহত হয়েছেন ৷