পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সন্দেশখালিতে গোপন জবানবন্দি দেওয়া মহিলার বাড়িতে পুলিশের পোশাকে হামলার অভিযোগ - 164 statement

woman who gave a 164 statement was allegedly attacked: সন্দেশখালির বাসিন্দা নির্যাতিতা ওই মহিলা সম্প্রতি শাহজাহানের দুই শাগরেদ শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে গোপন জবানবন্দি দিয়ে আসেন আদালতে গিয়ে। সেই মতো পুলিশও এই দু'জনের বিরুদ্ধে গণধর্ষণ এবং খুনের চেষ্টার ধারা যুক্ত করে। শনিবার গ্রেফতার করা হয় তাকে। আর সেদিনই রাতে হামলার ঘটনা ঘটল নির্যাতিতা মহিলার বাড়িতে।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 18, 2024, 5:35 PM IST

সন্দেশখালি, 18 ফেব্রুয়ারি: সন্দেশখালি আছে সন্দেশখালিতেই। শিবু হাজরা গ্রেফতার হতেই গোপন জবানবন্দি দেওয়া সেই নির্যাতিতা মহিলার বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল। দরমার ঘরের কাঁচা দেওয়াল ফুটো করে দেখা হল, নির্যাতিতা মহিলা মহিলা ভিতরে আছেন কি না ? সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়, পুলিশের পোশাক পরে এই হামলা চালানোর অভিযোগ উঠেছে। নির্যাতিতার দাবি, ঘটনার সময় তিনি তাঁর শিশুকে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে ছিলেন। ফলে, সেখানে তিনি থাকলে কি হত, তা ভেবেই শিউরে উঠছেন নির্যাতিতা মহিলা ৷

যদিও, প্রশাসনের দাবি, পুলিশ এসেছিল ঠিকই। তবে সেটা নির্যাতিতা মহিলার নিরাপত্তার জন্য। তাই হামলার অভিযোগ ঠিক নয়। তবে, পুলিশ প্রশাসনের দাবি মানতে নারাজ নির্যাতিতা মহিলা। পালটা তিনি দাবি করেন, "কী হয়েছে না হয়েছে, তা সবটাই দেখেছে গ্রামবাসীরা। পুলিশ যদি সত্যিই নিরাপত্তার জন্য এসে থাকে তাহলে ঘর ভাঙল কে ?" পুলিশের আড়ালে আদতে অন্য কেউ তাদের পোশাক পড়ে ঢুকেছিল বাড়িতে, এমনই প্রশ্ন তুলে পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন নির্যাতিতা মহিলা। এদিকে, প্রাণনাশের আশঙ্কায় তটস্থ ওই নির্যাতিতা মহিলা ফের পুলিশের দ্বারস্থ হওয়ার চিন্তাভাবনা শুরু করেছেন।

প্রসঙ্গত, সন্দেশখালির শিতুলিয়া গ্রামের বাসিন্দা নির্যাতিতা ওই মহিলা সম্প্রতি শাহজাহানের দুই শাগরেদ শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে গোপন জবানবন্দি দিয়ে আসেন বসিরহাট মহকুমা আদালতে গিয়ে। সেই মতো পুলিশও এই দু'জনের বিরুদ্ধে গণধর্ষণ এবং খুনের চেষ্টার ধারা যুক্ত করে। গণধর্ষণের মামলা যুক্ত হতেই শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূলের ব্লক সভাপতি শিবু হাজরাকে গ্রেফতার করতে কোমর বেঁধে নামে পুলিশ। এরপর শনিবার সন্ধ্যায় গ্রেফতার করা হয় তাকে। আর সেদিনই রাতে হামলার ঘটনা ঘটল নির্যাতিতা মহিলার বাড়িতে। যা ঘিরে আবারও সরগরম হয়ে উঠল সন্দেশখালি।

অন‍্যদিকে, বিষয়টি নিয়ে দমকল মন্ত্রী সুজিত বোস বলেন, "এরকম কোনও খবর আমার জানা নেই। খবর নিয়েই এ বিষয়ে বলতে পারব ৷ তবে, আমাদের স্পষ্ট বক্তব্য, যদি কেউ অন‍্যায় অত‍্যাচার করে থাকে তাহলে আইন মোতাবেক যে শাস্তি হওয়ার তা হবে।" তৃণমূলের নাম জড়িয়ে যাওয়ার প্রসঙ্গে রাজ‍্যের মন্ত্রী বলেন, "সব ক্ষেত্রেই তৃণমূল দোষী। আর বাকিরা ধোয়া তুলসীপাতা ! এটা ভাবার কোনও কারণ নেই। সিপিএম-বিজেপি যেন আগে আয়নায় নিজেদের মুখ দেখে।"

এর আগে এক বিজেপি কর্মীর পরিবারও ওই একই অভিযোগ করেছিল। তাঁরাও ছিলেন শিতুলিয়া গ্রামের বাসিন্দা। সেই সময়ও পুলিশের পোশাক পড়ে তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল ওই বিজেপি কর্মীর বাড়িতে। এমনকী একরত্তি শিশুকে তাঁর মায়ের কোল থেকে কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলার অভিযোগও উঠেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে পুলিশের পোশাক পড়ে এবার হামলা চালানোর অভিযোগ উঠেছে গোপন জবানবন্দি দেওয়া নির্যাতিতা মহিলার বাড়িতেই ৷

আরও পড়ুন

'ইডি-বিজেপি সন্দেশখালিতে আগুন লাগাচ্ছে', কেষ্টগড়ে বললেন মমতা

মমতার নির্দেশ, সোমে চোপড়া যাচ্ছে চন্দ্রিমা নেতৃত্বাধীন তৃণমূলের প্রতিনিধি দল

ABOUT THE AUTHOR

...view details