মন্তেশ্বর, 4 অগস্ট: বানভাসি গ্রাম ৷ আর বন্যার সেই জলে সাঁতার কাটতে গিয়ে তলিয়ে গেল এক স্কুল ছাত্র। রবিবার রাত পর্যন্ত তার খোঁজ মেলেনি বলেই খবর। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের দেনুড় পঞ্চায়েতের ধেনুয়া গ্রামে ঘটেছে এই ঘটনা।
তলিয়ে যাওয়া ছাত্রের নাম সূর্য ঘোষ। স্থানীয় ভুরকুণ্ডা হাইস্কুলের সে দশম শ্রেণীর ছাত্র বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই ওই ছাত্রের খোঁজে নৌকা এবং কালনা থেকে ডুবুরি এনে জলে নামানো হয়েছে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মন্তেশ্বর ব্লকের উপর দিয়ে গিয়েছে খড়ি নদী। গত দু'দিনের টানা বৃষ্টির পাশাপাশি ডিভিসি থেকে জল ছাড়ায় এলাকা প্লাবিত হয়ে গিয়েছে।
আশেপাশের মাঠ, রাস্তাঘাট সব জলের তলায় চলে গিয়েছে। এই অবস্থায় রবিবার দুপুর নাগাদ ধেনুয়া গ্রামের ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় বন্যার জল দেখতে যায় সূর্য ঘোষ-সহ বেশ কয়েকজন ছেলে। তারা সেই জলে সাঁতার কাটার জন্য জলে ঝাঁপ দেয়। পাশেই একটা খালের পাশে হঠাৎ করে তলিয়ে যায় সূর্য। তার খোঁজে গ্রামবাসীরা জলে তল্লাশি করতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মন্তেশ্বর থানার পুলিশ। নামানো হয় নৌকা। কালনা থেকে পরে ডুবুরি নামানো হয়। মন্তেশ্বর থানার পুলিশ জানিয়েছে সন্ধে পর্যন্ত ওই ছাত্রের খোঁজ মেলেনি।
গ্রামবাসী শেখ রতন বলেন, "দেনুড় পঞ্চায়েতের ধেনুয়া গ্রামে বন্যা দেখা দিয়েছে। সেই বানের জলে সাত আটজন ছেলে স্নান করতে নামে। সেখানে রবি ঘোষের ছেলেও ছিল। বাচ্ছা ছেলে সেই জলে সাঁতার কাটতে কাটতে জলে ভেসে যায়। তখন গ্রামের মানুষজন তার খোঁজে জলে ঝাঁপ দিয়ে তল্লাশি করতে থাকে। জলে ডুব দিয়ে দেখা যায় জলের উচ্চতা সাত থেকে আট ফুট পর্যন্ত আছে। জলের ভিতর ডুব সাঁতার দিয়েও গ্রামবাসীরা তার খোঁজে তল্লাশি চালায়। কিন্তু তার খোঁজ মেলেনি। নদীতে একটা জায়গা আছে সেখানে গভীরতা বেশি। সেখানেও খোঁজা হয়। তাকে অবশ্য পাওয়া যায়নি।"