কলকাতা, 22 জুন:দীর্ঘ অপেক্ষার পর অবশেষে স্বস্তির ৷ দক্ষিণবঙ্গে প্রবেশ করল মৌসুমি বায়ু ৷ এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস ৷ উল্লেখ্য, গত 31 মে উত্তরবঙ্গে আগমন ঘটে বর্ষার ৷ এদিকে তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল দক্ষিণবঙ্গবাসীর ৷ অবশেষে 21 জুন দক্ষিণবঙ্গেও প্রবেশ করল বর্ষা ৷ দুই বঙ্গে বর্ষা প্রবেশের এই ফারাক গত পাঁচ বছরে দেখা যায়নি ৷
মৌসুমি বায়ুর প্রবেশের কারণে ইতিমধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৷ যদিও এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷ আলিপুর হাওয়া অফিসের অধিকর্তা জানিয়েছেন, গত 24 ঘণ্টায় কলকাতা, উত্তর 24 পরগনা এবং নদিয়ায় পুরোপুরি ভাবে প্রবেশ করেছে বর্ষা ৷ অন্যদিকে, মুর্শিদাবাদ ও দক্ষিণ 24 পরগনার অধিকাংশ স্থানে এবং পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও বীরভূমের কিছু কিছু জায়গাতেও প্রবেশ করেছে বর্ষা ৷ উত্তরবঙ্গের মালদার কিছু অংশে বর্ষা প্রবেশ বাকি ছিল । শুক্রবার সেখানেও বর্ষা প্রবেশ করেছে । ফলে সম্পূর্ণ উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করল ।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, গত 24 ঘণ্টায় নদিয়ার স্বরূপনগরে সর্বোচ্চ পরিমাণ বৃষ্টি হয়েছে । প্রায় 68.08 মিলিমিটার বৃষ্টি হয়েছে সেখানে । হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে । ক্যানিংয়ে বৃষ্টি হয়েছে 44.6 মিলিমিটার এবং কলকাতাতে বৃষ্টি হয়েছে 5.4 মিলিমিটার । আলিপুর আবহাত্তয়া দপ্তরের অধিকর্তা জানিয়েছেন, উত্তরবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তার তীব্রতা কমেছে । ভারী বৃষ্টি হয়েছে কেবলমাত্র সেবকে ৷ গত 24 ঘণ্টায় সেখানে বৃষ্টি হয়েছে 95.8 মিলিমিটার ।