কলকাতা, 10 এপ্রিল: দিনভর মেঘলা আকাশ আর টানা বৃষ্টিতে গরম বেশ কমেছে ৷ তবে এই পরিস্থিতি যে বেশিদিন নয়, তা জানিয়ে দিল আবহওয়া দফতর ৷ খুশির ঈদে অর্থাৎ, বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও খটখটে থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। তারপর আগামী পাঁচ দিনও দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই ৷ উপরন্তু দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা 3-5 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানাল হাওয়া অফিস ৷ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বাধিক 5 ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতা-সহ বাকি জেলাগুলিতে সর্বাধিক 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ চড়বে । এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে ৷
পশ্চিমের জেলাগুলো এবং দক্ষিণ 24 পরগনায় আগামী 48 ঘণ্টা বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে ঈদের দিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা একেবারেই থাকছে না। আগামিকাল 11 এপ্রিল বাঁকুড়া, বর্ধমান, দক্ষিণ 24 পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে ৷ পারদ চড়লেও তাপপ্রবাহের সম্ভাবনা নেই ৷
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত দক্ষিণঙ্গের আবহাওয়ার প্রসঙ্গেই বলেন, "আগামী 2 থেকে 3 দিন দক্ষিণবঙ্গে সর্বোচ্চ অর্থাৎ দিনের তাপমাত্রা 2 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বাড়তে চলেছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বাধিক 5 ডিগ্রি এবং কলকাতা-সহ বাকি জেলাগুলিতে সর্বাধিক 3 ডিগ্রি পর্যন্ত পারদ চড়বে । পরের পাঁচ দিন, অর্থাৎ পয়লা বৈশাখ পর্যন্ত তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না । অর্থাৎ এই মুহূর্তে কলকাতার দিনের সর্বোচ্চ যে তাপমাত্রা 34 ডিগ্রির কাছাকাছি ৷ তা পয়লা বৈশাখ অর্থাৎ 14এপ্রিলের মধ্যে সেটি বেড়ে 37 ডিগ্রির কাছাকাছি চলে যেতে পারে।"