কলকাতা, 28 এপ্রিল: দহনজ্বালায় জ্বলতে থাকা বাংলার জন্য কোনও আশার আলো শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গের প্রায় পুরোটাই এখন তাপপ্রবাহের অধীনে। উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলার জন্য সামনের কয়েকদিনের মধ্যে বৃষ্টির আশা রয়েছে। বাংলার বাকি জেলায় বরাদ্দ শুধু জ্বালাপোড়া গরম। এই তাপপ্রবাহের পর্ব আগের সমস্ত রেকর্ড ভেঙে নতুন নজির গড়ার দোরগোড়ায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত যে পূর্বাভাস দিয়েছেন তার নির্যাস অনেকটা এইরকম-
- অতি তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা। দক্ষিণবঙ্গে আগামী দু-তিনদিন 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আরও বাড়বে। পশ্চিমের জেলায় লু-পরিস্থিতি। উপকূল ও সংলগ্ন জেলায় গরম সঙ্গে অস্বস্তি।
- কলকাতায় এপ্রিলে একটানা চল্লিশের ওপরে পারদ এখনও রেকর্ড নয়। 2024 সালে একটানা সর্বোচ্চ তিন দিন 40-এর উপরে তাপমাত্রা ছিল কলকাতায়। এর আগে 2014 সালে একটানা 5 দিন ছিল এই তাপমাত্রা।
- কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা। অতি তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং বাঁকুড়া এই সাত জেলাতে। বেলা বাড়লে জেলাগুলিতে রীতিমতো লু-বইবার সম্ভাবনা।
- উত্তরবঙ্গের পার্বত্য দুই জেলা ছাড়া বাকি সব জেলাতেই গরম ও অস্বস্তি চরমে। বৃষ্টি দু-এক পশলা হলেও দার্জিলিং ও কালিম্পংয়ে তাপমাত্রা বাড়বে ৷ উত্তরবঙ্গের মোট ছয় জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে। এর মধ্যে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও তাপপ্রবাহের পরিস্থিতি ৷ আজ, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে। মঙ্গল ও বুধবার এই তিন জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে ৷