পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নতুন রেকর্ডের পথে তীব্র তাপপ্রবাহ-হাসফাঁসানি গরম, সাত জেলায় আজ সতর্কবার্তা - Heat Wave in West Bengal - HEAT WAVE IN WEST BENGAL

West Bengal Weather Update: বৈশাখের মাঝে যে গরম দেখছে বঙ্গবাসী তা হয়তো রেকর্ড ৷ দু'দিন আগেই গত 50 বছরের নজির ভেঙেছে বাংলার আবহাওয়া ৷ হাসফাঁসানি গরম আর রোদের তেজ বাড়ছে রকেট গতিতে । সেইসঙ্গে পাহাড়ি দু'টি জেলা বাদে বাংলাজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ ৷ এই অবস্থায় তাপপ্রবাহের পর্ব ফের একবার নজির ছোঁয়ার গোরগোড়ায় ৷ আবহাওয়া অফিসের আজকের পূর্বাভাস-দক্ষিণবঙ্গে আগামী দু-তিনদিন 1 থেকে 2 ডিগ্রি পারদ আরও চড়বে ৷ সেইসঙ্গে সাত জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে ৷

West Bengal Weather Update
West Bengal Weather Update

By ETV Bharat Bangla Team

Published : Apr 28, 2024, 6:47 AM IST

Updated : Apr 28, 2024, 8:13 AM IST

West Bengal Weather Update

কলকাতা, 28 এপ্রিল: দহনজ্বালায় জ্বলতে থাকা বাংলার জন্য কোনও আশার আলো শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গের প্রায় পুরোটাই এখন তাপপ্রবাহের অধীনে। উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলার জন্য সামনের কয়েকদিনের মধ্যে বৃষ্টির আশা রয়েছে। বাংলার বাকি জেলায় বরাদ্দ শুধু জ্বালাপোড়া গরম। এই তাপপ্রবাহের পর্ব আগের সমস্ত রেকর্ড ভেঙে নতুন নজির গড়ার দোরগোড়ায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত যে পূর্বাভাস দিয়েছেন তার নির্যাস অনেকটা এইরকম-

  • অতি তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা। দক্ষিণবঙ্গে আগামী দু-তিনদিন 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আরও বাড়বে। পশ্চিমের জেলায় লু-পরিস্থিতি। উপকূল ও সংলগ্ন জেলায় গরম সঙ্গে অস্বস্তি।
  • কলকাতায় এপ্রিলে একটানা চল্লিশের ওপরে পারদ এখনও রেকর্ড নয়। 2024 সালে একটানা সর্বোচ্চ তিন দিন 40-এর উপরে তাপমাত্রা ছিল কলকাতায়। এর আগে 2014 সালে একটানা 5 দিন ছিল এই তাপমাত্রা।
  • কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা। অতি তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং বাঁকুড়া এই সাত জেলাতে। বেলা বাড়লে জেলাগুলিতে রীতিমতো লু-বইবার সম্ভাবনা।
  • উত্তরবঙ্গের পার্বত্য দুই জেলা ছাড়া বাকি সব জেলাতেই গরম ও অস্বস্তি চরমে। বৃষ্টি দু-এক পশলা হলেও দার্জিলিং ও কালিম্পংয়ে তাপমাত্রা বাড়বে ৷ উত্তরবঙ্গের মোট ছয় জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে। এর মধ্যে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও তাপপ্রবাহের পরিস্থিতি ৷ আজ, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে। মঙ্গল ও বুধবার এই তিন জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে ৷

শনিবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি বেশি। তাপপ্রবাহের পরিস্থিতি ছিল যা আজও চলার সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রা 29.3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 92 শতাংশ, সর্বনিম্ন 27 শতাংশ। আজ দিনের আকাশ আংশিক মেঘলা। আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম ও তাপপ্রবাহের পরিস্থিতি চলবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 41 ডিগ্রি এবং 30 ডিগ্রির আশেপাশে থাকবে ৷

আরও পড়ুন:

  1. তাপপ্রবাহের ফলে অসুস্থ হলে কী করতে হবে ? পরামর্শ স্বাস্থ্য ভবনের
  2. ঝঞ্ঝা কাঁটাতেই আটকে কালবৈশাখী, তপ্ত হাওয়ায় জ্বলছে বাংলা; জারি লাল সতর্কতা
  3. বাড়ছে গরম! বইছে লু, হিটস্ট্রোক থেকে সুস্থ থাকার পরামর্শ চিকিৎসকের
Last Updated : Apr 28, 2024, 8:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details