পশ্চিমবঙ্গ

west bengal

ভারী বৃষ্টিতে ভাসতে পারে রাজ্যের একাধিক জেলা, কমলা সতর্কতা উত্তরবঙ্গে - West Bengal Weather Update

By ETV Bharat Bangla Team

Published : Aug 3, 2024, 10:03 AM IST

Updated : Aug 3, 2024, 11:07 AM IST

Weather Update: পার্বত্য জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি কারণে নামতে পারে ধস ৷ দক্ষিণবঙ্গে কমল বৃষ্টি ঘাটতি ৷ টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকাও প্লাবিত হয়েছে ৷

Weather Update
সক্রিয় মৌসুমী অক্ষরেখায় রাজ্যজুড়ে বৃষ্টি পরিস্থিতি (নিজস্ব চিত্র)

কলকাতা, 3 অগস্ট:গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের কথা আগেই জানিয়েছিল আলিপুর হাওয়া অফিস ৷ তার জেরেই আপাতত বৃষ্টি পরিস্থিতি চলবে দক্ষিণবঙ্গে ৷ আগামী সাতদিন দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও কলকাতায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে ৷ জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷

ভারী বৃষ্টিতে ভাসতে পারে রাজ্যের একাধিক জেলা (ইটিভি ভারত)

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে ৷ আগামী 24 ঘণ্টায় সেটি পুরোপুরি ঝাড়খণ্ডের দিকে সরে যাবে ৷ ইতিমধ্য়েই সেটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। অভিমুখ বিহার হয়ে উত্তর প্রদেশ। তবে মৌসুমী অক্ষরেখা নিম্নচাপ এলাকার উপর দিয়ে বাংলার সাগরদ্বীপ হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি পূর্ব-পশ্চিম মৌসুমী অক্ষরেখা উত্তর রাজস্থান থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত। যার প্রভাবেই বৃষ্টিপাত ৷

শনিবার থেকে আগামী কয়েকদিন বৃ্ষ্টি চলবে ৷ এদিন সারাদিন আকাশ মেঘলা থাকতে পারে ৷ বজ্রবিদ্যুত-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। রবিবারও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত ৷

শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং এই তিন জেলাতে। সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ৷ ভারী বৃষ্টির সম্ভাবনা কোচবিহারেও । মঙ্গলবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে । ভারী বৃষ্টিতে তিস্তা, জলঢাকা, সঙ্কোশ নদীর জলস্তর বাড়তে পারে।

এদিকে ভারী বৃষ্টির কারণে ঝোড়ো ইনিংসের হাত ধরে দক্ষিণবঙ্গে কমেছে বৃষ্টি ঘাটতি। জুলাইয়ে রাজ্যে মাত্র 4 শতাংশ বৃষ্টি ঘাটতি ৷ মুর্শিদাবাদ জেলায় এই মুহূর্তে সবথেকে বেশি বৃষ্টি ঘাটতি 38 শতাংশ। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের স্বাভাবিক বৃষ্টি হয়েছে। বাকি জেলাতে সামান্য ঘাটতি রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই স্বাভাবিক বা তার বেশি বৃষ্টি হয়েছে।

শুক্রবার কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.4 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি কম। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 98 শতাংশ, সর্বনিম্ন 80 শতাংশ। গত 24 ঘণ্টায় 19.9 মিলিমিটার বৃষ্টি হয়েছে ৷

Last Updated : Aug 3, 2024, 11:07 AM IST

ABOUT THE AUTHOR

...view details