কলকাতা, 12 এপ্রিল: দক্ষিণবঙ্গে মেঘলা আকাশে বৃষ্টির হাতছানি ৷ উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরে নিয়মিত ঝড়বৃষ্টি হয়ে চলেছে ৷ হাওরা অফিস ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে ৷ বৃহস্পতিবার রাতে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে ৷ সঙ্গে ছিল দমকা হাওয়া ৷ অসম ও বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত অক্ষরেখা অবস্থান করছে ৷ তার জেরেই নিয়মিত ভিজছে পাহাড় এবং উত্তরবঙ্গের সংলগ্ন জেলাগুলি ৷
ফলে চৈত্রের শেষ লগ্নে গরম এখনও সেভাবে মাথাচাড়া দিতে পারেনি উত্তরবঙ্গে ৷ অন্যদিকে ছবিটা উলটো দক্ষিণবঙ্গে ৷ সপ্তাহখানেক আগের তাপপ্রবাহের পরিস্থিতি এখন আর নেই ৷ উত্তরবঙ্গের মতো বৃষ্টিও হচ্ছে না এখানে ৷ তবে মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টিতে পারদের ঊর্ধ্বগতিতে রাশ পরেছে ৷ হাওয়া অফিসের পূর্বাভাস, গাঙ্গেয় উপকূলের সংলগ্ন জেলাগুলি- দুই 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলিতে শুষ্ক আবহাওয়া থাকবে ৷ এছাড়া পশ্চিমের পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূমেও প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে ৷ নদিয়া, মুর্শিদাবাদেও একই অবস্থা ৷