কলকাতা, 25 অগস্ট: বৃষ্টি পরিস্থিতি দক্ষিণবঙ্গজুড়ে ৷ নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জেরে এই অবস্থা ৷ সোমবারও এই রকম আবহাওয়া থাকবে ৷ রবিবার হুগলি, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমানে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে ৷ বাকি জেলায় ভারী বৃষ্টি হতে পারে ৷ সোমবার বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, দুই বর্ধমানে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ আজ, রবিবার, কলকাতা এবং তার আশপাশের এলাকায় দিনের আকাশ মেঘলা ৷ বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি ও 26 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে ৷
উত্তরবঙ্গের সব জেলাগুলিতে আগামিকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ মঙ্গলবার থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিস্থিতির বদল হবে ৷ নিম্নচাপ ঘনীভূত হওয়ার ফলে সমুদ্রে দমকা হাওয়া বাড়বে ৷ উত্তাল হবে সমুদ্র ৷ তাই মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে ৷
আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস বলেন, "একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে ৷ উত্তর বঙ্গোপসাগরের উপরে একটি চক্রবৎ ঘূর্ণাবর্ত রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 এবং 5.8 কিলোমিটার উপরে রয়েছে ৷ এর প্রভাবে আগামী 48 ঘণ্টায় একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে ৷ সমুদ্র পৃষ্ঠের উপর সক্রিয় মৌসুমী অক্ষরেখা বর্তমানে জয়সলমীর, কোটা, খাজুরাহোর উপর রয়েছে ৷ এর মধ্যভাগ দক্ষিণপূর্ব উত্তরপ্রদেশ, তার পাশে উত্তরপূর্ব মধ্যপ্রদেশ, রাঁচি, কাঁথিতে রয়েছে এবং তা দক্ষিণপূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগরে যাবে ৷"