পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তাপপ্রবাহ থেকে রেহাই ! রবি থেকে বৃষ্টির পূর্বাভাস, আগামী সপ্তাহে স্বস্তি বঙ্গে - Bengal Weather Forecast - BENGAL WEATHER FORECAST

West Bengal Weather Forecast: স্বস্তির খবর দিল হাওয়া অফিস ৷ তাপপ্রবাহ থেকে রেহাই পাবে বঙ্গবাসী ৷ আজ থেকে বাংলার আকাশে মেঘ দেখা যাবে ৷ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ও উত্তর দু'জায়গাতেই ৷

West Bengal Weather
আবহাওয়ার পূর্বাভাস (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 4, 2024, 7:00 AM IST

Updated : May 4, 2024, 8:03 AM IST

আবহাওয়ার পূর্বাভাস জানালেন হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত (ETV Bharat)

কলকাতা, 4 মে: ঝড়-বৃষ্টিতে গাছের পাতা নড়বে ৷ গ্রীষ্মের আবহের এই ছবি আর দূরে নয় ৷ আবহাওয়া অফিসের আগাম বার্তায় বঙ্গবাসীর দুয়ারে স্বস্তি ৷ এখনও উত্তর-পশ্চিম দিক থেকে গরম বাতাস ঢুকছে রাজ্যে ৷ তবে তা বিপরীত ঘূর্ণাবর্তের কারণে ঊর্ধ্বমুখী না-হয়ে নিম্নমুখী ৷ ফলে মেঘ তৈরিতে সমস্যা হচ্ছে ৷ বদলে পরিষ্কার আকাশে চড়া রোদ ৷ দিনে তাপমাত্রা বাড়ছে ৷

বৃষ্টি নিয়ে হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, "আজ শনিবার 4 মে থেকে এই পরিস্থিতি কাটতে শুরু করবে ৷ ইতিমধ্যে দুই 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের ইতিউতি হালকা বৃষ্টি হয়েছে ৷ আজও সেই পরিধিটা বাড়বে ৷ দুই 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলাতেও ৷ মালদা এবং দুই দিনাজপুরে হালকা বৃষ্টি হবে ৷" আগামিকাল দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস ৷

হাওয়া অফিসের পূর্বাভাস, 6 ও 7 মে অর্থাৎ সোম ও মঙ্গলবার রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে ৷ উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন সোমনাথ দত্ত ৷ ইতিমধ্যে তাপপ্রবাহের পরিস্থিতি কাটতে শুরু করেছে ৷ শুক্রবার কলাইকুণ্ডায় 44.6 ডিগ্রি সেলসিয়াস এবং পানাগড়ে 42.5 ডিগ্রি ছাড়া কোথাও তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি ছিল না ৷ তবে তাপপ্রবাহের পরিস্থিতি ছিল ডায়মন্ডহারবার, মেদিনীপুর, দিঘা, হলদিয়া, মগরা, বর্ধমান, আসানসোল, ব্যারাকপুর, ঝাড়গ্রাম, সিউড়িতে ৷

শুক্রবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.8 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 29.5 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে 3.4 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 89 শতাংশ, সর্বনিম্ন 33 শতাংশ ৷ আজ শনিবার আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে ৷ বিকেল বা সন্ধ্যায় আকাশ আংশিক মেঘলা হবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 40 ডিগ্রি এবং 30 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. আবেগপ্রবণ কর্কট, জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কন্যার ; বাকিদের ভাগ্যে কী আছে ?
  2. 'রাজভবন রাজ্যপালের পৈতৃক সম্পত্তি নয়', নিষেধাজ্ঞার জবাবে সিভি আনন্দ বোসকে তীব্র আক্রমণ চন্দ্রিমার
  3. মনোনয়ন জমা দিতে এসে বিপাকে নির্দল প্রার্থী! বাজনাদারকে প্রস্তাবক বানাতেই বিপত্তি
Last Updated : May 4, 2024, 8:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details