পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফাল্গুনে ঠান্ডার আমেজ বিদায়, উচ্চমাধ্যমিক পরীক্ষায় কাঁটা হবে না বৃষ্টি - উচ্চমাধ্যমিক পরীক্ষা

Weather Update in Bengal: আজ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৷ তবে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস ৷

ETV Bharat
বঙ্গে এবার বসন্তের আমেজ

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2024, 6:54 AM IST

কলকাতা, 16 ফেব্রুয়ারি: আজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু ৷ তবে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা তেমন আর নেই ৷ এতদিন রাজ্যজুড়ে যে হালকা ঠান্ডার আমেজ ছিল, তাও দূর হতে শুরু করবে ৷ বঙ্গে এবার বসন্তের পালা ৷ যদি এই ফাল্গুন থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে ৷

বৃহস্পতিবার রাতে হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনার বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হয়েছে ৷ দিনেও বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ৷ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস ছিল ৷ আবহাওয়া অফিসের পূর্বাভাস ছিল, 13-15 ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস হবে ৷

আজ, শুক্রবার থেকে কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে বৃষ্টি হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস । বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় এবং বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে ঘূর্ণাবর্ত ছিল ৷ তাই বাংলার বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে ৷ তার ফলেই আংশিক মেঘলা আকাশ এবং বৃষ্টির ভ্রূকুটি ৷

নতুন সপ্তাহে রাজ্যের উত্তর ও দক্ষিণ- দুই বঙ্গেই সর্বোচ্চ তাপমাত্রার পারদ তিরিশের ঘরে ঢুকবে ৷ বাংলা ক্যালেন্ডারে মাসটা ফাল্গুন ৷ যদি কিছুটা বৃষ্টি হয়ে থাকে তার হাত ধরে ঠান্ডার প্রত্যাবর্তনের সম্ভাবনা নেই ৷ ঠান্ডা-গরমের এই ওঠানামায় শরীর খারাপের সম্ভাবনা জাঁকিয়ে বসছে ৷ তাই শীত নয়, গরমের আগমনী বসন্তের শুরুতেই ৷ এবার শীতে ঠান্ডার কামড় ধারাবাহিক ভাবে না-পাওয়া গেলেও আমেজ ছিল ৷ যে চার দফায় শীত পাওয়া গিয়েছে, তাতে ঠান্ডার আমেজ ভালোভাবেই নিয়েছে শীত বিলাসীরা ৷ এবার আগামী শীতের জন্য অপেক্ষা ৷

বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 90 শতাংশ এবং সর্বনিম্ন 52 শতাংশ ৷ আজ শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে ৷ আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি এবং 19 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. ভাগ্যের ফেরে কর্মক্ষেত্রে ঝামেলায় পড়বেন কারা, জানুন রাশিফলে
  2. তাজমহলে মাস্টার-ব্লাস্টার, সস্ত্রীক ঘুরে দেখলেন প্রেমসৌধ
  3. সুকান্তর উপর 'হামলা', রাজীব কুমারকে তলব লোকসভার প্রিভিলেজ কমিটির

ABOUT THE AUTHOR

...view details