পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পানাগড়-বাঁকুড়ায় পারদ চল্লিশ ছুঁইছুঁই, তাপপ্রবাহের সতর্কতা জারি; উত্তরে বৃষ্টির পূর্বাভাস - West Bengal Weather Forecast

West Bengal Weather Forecast: দেশে লোকসভা ভোট আসন্ন ৷ চড়ছে রাজনৈতিক পারদ ৷ আর তার সঙ্গে পাল্লা দিয়ে ঊর্ধ্বমুখী তাপমাত্রা ৷ ইতিমধ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ৷ আপাতত অস্বস্তিকর গরম চলবে ৷

ETV Bharat
গ্রীষ্মের হুল্লোড়

By ETV Bharat Bangla Team

Published : Apr 3, 2024, 6:54 AM IST

Updated : Apr 3, 2024, 10:00 AM IST

কলকাতা, 3 এপ্রিল: বঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা সূচকের দৌড় শুরু ৷ ইতিমধ্যে আবহাওয়া অফিস দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহের প্রথম পাঁচদিনে তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করেছে ৷ সেই রেশ ধরেই মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রার দৌড়ে পানাগড় এবং বাঁকুড়া যুগ্মভাবে সবার উপরে ৷

বুধবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে ৷ আগামিকাল দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির প্রায় সবকটিতেই তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে পারে ৷ 5 এপ্রিল শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে ৷ বাদ যাবে না দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর ৷

হাওয়া অফিস আগামী পাঁচদিনে আবহাওয়ার যে পূর্বাভাস দিয়েছে, তাতে আপাতত শুষ্ক আবহাওয়া চলবে ৷ শুক্রবারের পরে কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ তাতে তাপমাত্রার ঊর্ধ্বগতিতে রাশ পরবে, এমন নয় ৷ সর্বোচ্চ তাপমাত্রা 2-3 ডিগ্রি বাড়বে ৷ অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত উপরের পাঁচটি জেলার মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে ৷ বাকি জেলায় আবহাওয়া শুষ্কই থাকবে ৷ সর্বোচ্চ তাপমাত্রা আগামী পাঁচদিনে 2-3 ডিগ্রি বৃদ্ধি পাবে ৷

চৈত্র মাসের মাঝামাঝি সময় থেকেই দক্ষিণবঙ্গে গরম তার ইনিংস মারকুটে মেজাজে খেলছে ৷ যত দিন যাবে, ততই শুষ্ক গরমে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছেন আবহবিদরা ৷ মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 92 শতাংশ ৷ আজ বুধবার দিনে অস্বস্তিকর আর্দ্রতাজনিত গরম অনুভূত হবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 37 ডিগ্রি এবং 28 ডিগ্রির কাছাকাছি থাকবে ৷

মঙ্গলবার বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.7 ডিগ্রি বেশি ৷ পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা 39.5 ডিগ্রি ৷ তবে সেখানে সর্বোচ্চ তাপমাত্রা 3.1 ডিগ্রি বেশি ৷ দক্ষিণবঙ্গের বাকি জেলার মধ্যে মুর্শিদাবাদ, সিউড়ি (39 ডিগ্রি), বর্ধমান (38.6 ডিগ্রি), আসানসোল (38.2 ডিগ্রি), পুরুলিয়া (38.3 ডিগ্রি), অশোকনগর (38.3 ডিগ্রি) তাপমাত্রা সূচকে প্রথম সারিতে ৷

কলকাতা এবং আশপাশের অঞ্চলের মধ্যে ব্যারাকপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.5 ডিগ্রি বেশি ৷ মঙ্গলবার কলকাতার আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.1 ডিগ্রি বেশি ৷ দমদমে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.2 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে 2.1 ডিগ্রি বেশি ৷ পূর্বাভাস মতোই দিনভর অস্বস্তিকর গরমে জেরবার হয়েছে মানুষ ৷ আপাতত এই গরম চলবে ৷

আরও পড়ুন:

  1. লাভলীর স্বামী সৌম্যকে অপসারণ, বিজেপি সরকারকে 'জুমলা' বলে কটাক্ষ মমতার
  2. ভিড়ে মিশে থাকা স্কুল শিক্ষিকাকে গুরুদক্ষিণা প্রার্থী সায়নী ঘোষের
  3. এক বছরে 15টি চাকরি পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন রামাওয়াত
Last Updated : Apr 3, 2024, 10:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details