কলকাতা, 11 ফেব্রুয়ারি:বিধানসভায় হইচই । মোবাইল হারিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর ! সংবাদ মাধ্যমকে রীতিমতো ঘটা করে মোবাইল হারানোর কথা জানান বিধায়ক । বিধানসভার মার্শাল তথা নিরাপত্তারক্ষীরা সিসিটিভি পর্যন্ত খতিয়ে দেখেন । কিন্তু কোথাও সেই মোবাইল পাওয়া যায়নি । বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হন বিধায়ক ।
যখন এই ঘটনা ঘটছে, তখন সংবাদমাধ্যমের একাংশ প্রশ্ন তোলেন যে, বিধানসভার এত নিরাপত্তা, সিসিটিভির এত নজরদারি থাকার পরও একজন বিধায়কের মোবাইল হারিয়ে গেল কীভাবে ! তাহলে কি বিধানসভায় নিরাপত্তার বজ্র আঁটুনি আসলে ফস্কা গেরো ! তবে এরপর যা ঘটল তাতে মুখ পুড়ল বিধায়কেরই । পুলিশ মোবাইল ট্র্যাক করে দেখতে পায়, তাঁর দামি আইফোনটি রয়েছে বিধায়ক হস্টেলেই । এই খবর পাওয়ার পর তড়িঘড়ি বিধানসভা থেকে বেরিয়ে যান ভরতপুরের বিধায়ক । শেষ পর্যন্ত পুলিশ এবং বিধায়ক উভয়ের উপস্থিতিতে মোবাইলটি উদ্ধার হয় বিধায়কের বালিশের তলা থেকেই ।
প্রথমে সংবাদ মাধ্যমকে ঘটা করে মোবাইল হারানোর খবর জানালেও মোবাইল উদ্ধারের খবর জানাতে গিয়ে কিছুটা লজ্জায় পড়ে যান বিধায়ক । ইতস্তত ভাবে সংবাদ মাধ্যমকে জানান, মোবাইল পাওয়া গিয়েছে । সেটি রয়েছে এমএলএ হস্টেলেই ।