পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বড়দিনের আগে ব্যান্ডেল চার্চে রচনা, কোন কেক বানাতে পারদর্শী সাংসদ ? - RACHANA CELEBRATES CHRISTMAS

সাংসদ নির্বাচিত হয়ে প্রথমবার হুগলির ব্যান্ডেল চার্চে এলেন রচনা বন্দ্যোপাধ্যায় ৷ বাড়ি ফিরে বানাবেন বড়দিনের কেক ৷ সঙ্গে থাকছে কুকিজ ও চকলেট ৷

Rachana Celebrates Christmas
বড়দিনের আগে ব্যান্ডেল চার্চে খুদের সঙ্গে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ৷ (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Dec 24, 2024, 8:14 PM IST

চুঁচুড়া, 24 ডিসেম্বর: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা ৷ ঘড়ির কাঁটায় রাত বারোটা বাজতেই বিশ্বজুড়ে পালিত হবে বড়দিন ৷ গির্জাগুলিতে শুরু হবে ক্রিসমাস ক্যারল ৷ তার আগে মঙ্গলবার হুগলির ব্যান্ডেল চার্চে এলেন স্থানীয় সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় ৷ চার্চ কর্তৃপক্ষ এবং সেখানকার খুদেদের সঙ্গে সময় কাটালেন সাংসদ ৷

সকলের হাতে বড়দিনের উপহারও তুলে দিলেন হুগলির সাংসদ ৷ বড়দিনের উৎসব পালনের প্রসঙ্গ উঠলেই সবার আগে মাথায় আসে কেকের কথা ৷ রচনা জানালেন, বড়দিনে প্রতিবছর তিনি বাড়িতে কেক বানান ৷ আর তা যে সে কেক নয় ৷ একেবারে ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক ৷ বানান প্লেন কেকও ৷ সঙ্গে থাকে চকোলেট ফ্লেভার ৷

বড়দিনের আগে ব্যান্ডেল চার্চে খুদের সঙ্গে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ৷ (ইটিভি ভারত)

তবে, শুধু কেক নয় ৷ বড়দিন উপলক্ষে রচনা স্পেশাল হোমমেড কুকিজ ও চকোলেটও থাকে ৷ সাংবাদিকদের বানিয়ে খাওয়ানোর প্রতিশ্রুতিও দিয়ে গেলেন ৷ তবে, এ বছর এখনও কেক বানানো হয়নি ৷ কারণ হিসেবে জানালেন, সাংসদ নির্বাচিত হওয়ার পর তাঁর দায়িত্ব অনেক বেড়েছে ৷ তাই এখন আর সেই সময়টা হেঁসেলে দিতে পারেন না ৷ গত কয়েকদিন ধরেই হুগলিতে নিজের সংসদীয় এলাকায় রয়েছেন ৷ তবে, বুধবার কলকাতার বাড়িতে ফিরছেন ৷ জানালেন, ফিরেই কেক বানানোর প্রস্তুতি শুরু করবেন ৷

বড়দিনের আগে ব্যান্ডেল চার্চে খুদের সঙ্গে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ৷ (নিজস্ব ছবি)

তিনি বলেন, "ব্যান্ডেল চার্চে প্রথমবার আসা হল ৷ আমরা সবাই যেন ভালো থাকি সুস্থ থাকি, এই কামনাই করলাম ৷ আমি এখনও অনেক কেক বানাই ৷ এবারে হল-না ৷ কারণ, দু’দিন ধরে হুগলিতে রয়েছি ৷ মানুষের সঙ্গে সেলিব্রেট করছি ৷ কাল বাড়ি গিয়ে কেক বানাতে পারব ৷ ফ্রুট কেক ও প্লেন কেক বানাই ৷ আমি কেক বানাতে খুবই পারদর্শী, ভালো বানাই ৷ আমি কেক, কুকিজ, চকোলেট সব বানাই ৷ তবে, কেক ভালো বানানো হয়েছে কি না, সেই নম্বর আমি দিই না ৷ আমি যখন তোমাদের খাওয়াব, তখন তোমরা নম্বর দেবে ৷"

ABOUT THE AUTHOR

...view details