কেশপুর, 9 মে:বিজেপি কর্মী খুনের তত্ত্বে এবার দেবের বিরুদ্ধে এফআইআর করার হুঁশিয়ারি দিলেন হিরণ চট্টোপাধ্যায় ৷ ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বলেন, "আমরা আতঙ্কে রয়েছি ৷ অবিলম্বে দেবের বিরুদ্ধে আমরা থানায় অভিযোগ করছি এবং তাঁকে গ্রেফতার করার দাবি জানাচ্ছি ৷"
ভোটে জেতার চেষ্টায় খুনের রাজনীতি করতে পারে বিজেপি ৷ মঙ্গলবার কেশপুরের একটি বৈঠকে এমনই আশঙ্কা প্রকাশ করেছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব ৷ বুধবার পিংলায় প্রচারে এসে পালটা দেবের বিরুদ্ধে অভিযোগ এবং গ্রেফতারের দাবি জানালেন গেরুয়া শিবিরের হিরণ চট্টোপাধ্যায় । তাঁর কথায়, "আমি নির্বাচন কমিশনকে বলব আমাদের কর্মীকে খুনের পরিকল্পনা করেছেন তৃণমূল সাংসদ ৷ তাই আমাদের কর্মীদের নিরাপত্তা দিন। পাশাপাশি সাংসদ যে খুনের পরিকল্পনা করেছেন তাঁর জন্য ওনাকে অবিলম্বে গ্রেফতার করা হোক ।"
লোকসভা ভোট শুরুর আগে থেকেই দেব-হিরণ তরজায় সরগরম রাজ্য-রাজনীতি। যদিও গত মঙ্গলবার দেব এক সাংগঠনিক বৈঠক করতে এসে বলেন, " হিরণ যেভাবে রাজনীতি করছে এবং বিজেপি দল যেভাবে বাংলায় রাজনীতি করা শুরু করেছে তাতে আতঙ্কে রয়েছি, হয়তো কোনওদিন বিজেপি নিজেরাই তাদের কর্মী খুন করে আমাদের ঘাড়ে দোষ চাপিয়ে দেবে।" এরই সঙ্গে তিনি পুলিশ প্রশাসনকে সচেতন থাকার আবেদন করেন ।