পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দেবকে অবিলম্বে গ্রেফতার করা হোক, বিজেপি কর্মী খুনের তত্ত্বে দাবি হিরণের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Hiran Chatterjee: বিজেপি নিজেদের কর্মীকে খুন করিয়ে তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন দেব ৷ তাঁর সেই মন্তব্যের তীব্র সমালোচনা করলেন হিরণ চট্টোপাধ্যায় ৷ পাশাপাশি ঘাটালের বিদায়ী সাংসদের গ্রেফতারির দাবি জানালেন ঘাটালের বিজেপি প্রার্থী ৷

Hiran Chatterjee
দেবকে গ্রেফতারের দাবি হিরণের (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 9, 2024, 4:15 PM IST

কেশপুর, 9 মে:বিজেপি কর্মী খুনের তত্ত্বে এবার দেবের বিরুদ্ধে এফআইআর করার হুঁশিয়ারি দিলেন হিরণ চট্টোপাধ্যায় ৷ ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বলেন, "আমরা আতঙ্কে রয়েছি ৷ অবিলম্বে দেবের বিরুদ্ধে আমরা থানায় অভিযোগ করছি এবং তাঁকে গ্রেফতার করার দাবি জানাচ্ছি ৷"

ভোটে জেতার চেষ্টায় খুনের রাজনীতি করতে পারে বিজেপি ৷ মঙ্গলবার কেশপুরের একটি বৈঠকে এমনই আশঙ্কা প্রকাশ করেছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব ৷ বুধবার পিংলায় প্রচারে এসে পালটা দেবের বিরুদ্ধে অভিযোগ এবং গ্রেফতারের দাবি জানালেন গেরুয়া শিবিরের হিরণ চট্টোপাধ্যায় । তাঁর কথায়, "আমি নির্বাচন কমিশনকে বলব আমাদের কর্মীকে খুনের পরিকল্পনা করেছেন তৃণমূল সাংসদ ৷ তাই আমাদের কর্মীদের নিরাপত্তা দিন। পাশাপাশি সাংসদ যে খুনের পরিকল্পনা করেছেন তাঁর জন্য ওনাকে অবিলম্বে গ্রেফতার করা হোক ।"

লোকসভা ভোট শুরুর আগে থেকেই দেব-হিরণ তরজায় সরগরম রাজ্য-রাজনীতি। যদিও গত মঙ্গলবার দেব এক সাংগঠনিক বৈঠক করতে এসে বলেন, " হিরণ যেভাবে রাজনীতি করছে এবং বিজেপি দল যেভাবে বাংলায় রাজনীতি করা শুরু করেছে তাতে আতঙ্কে রয়েছি, হয়তো কোনওদিন বিজেপি নিজেরাই তাদের কর্মী খুন করে আমাদের ঘাড়ে দোষ চাপিয়ে দেবে।" এরই সঙ্গে তিনি পুলিশ প্রশাসনকে সচেতন থাকার আবেদন করেন ।

দেবের ওই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেন তাঁর বিরুদ্ধে । তিনি বলেন, "এটা লজ্জার ব্যাপার ৷ ভারতবর্ষে এই প্রথম কোন সাংসদ সংবাদমাধ্যমের কাছে খোলাখুলি বলছেন তিনি মানুষকে খুন করবেন । আমি নিজে একজন শিল্পী ৷ দেবও একজন শিল্পী । কিন্তু এই ভেবে আমি লজ্জিত যে একজন শিল্পী রাজনীতিতে চলে এলে তিনি মানুষকে খুন ও করতে পারেন এবং হুমকিও দিচ্ছেন যে 10 থেকে 20 দিনের মাথায় তিনি বিজেপি কর্মীকে খুন করবেন ।"

হিরণ চট্টোপাধ্যায় বলেন, "এর আগেও আমি অভিযোগ করেছি যে দেবের দু'হাত রক্তমাখা রয়েছে । এই পিংলায় শান্তনু ঘোড়ইকে দেব-ই খুন করেছেন এবং আমরা যদিও সেই বিজেপি কর্মী খুনের রাজনীতি করিনি ৷ তবে আজকে পুরো পরিষ্কার হয়ে গেল যে এই বিজেপি কর্মী খুনে সমস্ত পরিকল্পনাটা ওনারই (দেব) ছিল ।"

আরও পড়ুন:

  1. 10-20 দিনের মধ্যে হত্যার রাজনীতি করতে পারে বিজেপি, আশঙ্কা ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের
  2. কেশপুরের হিংসায় নিহত সুশীল ধাড়ার পরিবারকে প্রণাম করে মনোনয়ন পেশ হিরণের
  3. ঘাটালে না দাঁড়ালে হিরণ চাপমুক্ত থাকত, প্রচার মঞ্চে ফের কটাক্ষ দেবের

ABOUT THE AUTHOR

...view details