কলকাতা, 13 ফেব্রুয়ারি: জামিন চান নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া সুজয়কৃষ্ণ ভদ্র ৷ মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানিতে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর জামিনের তীব্র বিরোধিতা করল ইডি । ইডির আইনজীবী দাবি করেন, এসএসকেএম হাসপাতালে দিব্য আছেন সুজয় ৷ তাঁর জামিন মঞ্জুর করা হলে নিয়োগ দুর্নীতি মামলার একাধিক নথি নষ্ট হতে পারে ৷ অন্যদিকে সুজয়ের আইনজীবী প্রাণ সংশয়ের প্রসঙ্গ তুলে তাঁকে বাড়িতেই ইডি হেফাজতে রাখার আরজি জানান ৷
মঙ্গলবার এই মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ৷ সেখানে ইডির আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, ‘‘সুজয় ভদ্র গ্রেফতার হওয়ার পর থেকে বিভিন্ন হাসপাতালে থেকেছেন । এসএসকেএম হাসপাতালে তিনি রয়েছেন বেশ আয়েশে । যখন আদালতে বলা হয়েছিল তিনি ভয়েস স্যাম্পেল দিতে পারবেন না । সেই দিনই একটি সংবাদমাধ্যমে দেখানো হয় তিনি হাসপাতালে ঘুরছেন, হাসিঠাট্টা করছেন । পরে অবশ্য আদালতে অন্য একটি বেঞ্চের নির্দেশে তাঁর ভয়েস স্যাম্পেল নেওয়া হয় । এসএসকেএম হাসপাতালে তিনি দিব্য বেড দখল করে রয়েছেন । আর সাধারণ মানুষ বেড পাচ্ছে না । তাঁর জামিনের আবেদন অবিলম্বে খারিজ করা উচিত ।’’
অন্যদিকে আইনজীবী জিষ্ণু সাহা সুজয় ভদ্রের তরফে বলেন, ‘‘তাঁর মেডিক্যাল রিপোর্টই তিনি সুস্থ না অসুস্থ তাঁর প্রমাণ ।জুন মাস থেকে তিনি অসুস্থ । অগস্ট মাসে তাঁর হার্টের সমস্যা ধরা পড়ে । অপারেশন করতে হয় । তাঁর কোমর্বিডিটি রয়েছে। উদ্বেগজনিত সমস্যা রয়েছে । তাঁর সুগারের মাত্রা বেশি । জেলে তাঁর যথাযথ চিকিৎসার মতো ব্যবস্থা নেই । তাঁকে পর্যাপ্ত চিকিৎসার সুযোগ দিতে হবে ।’’
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চান, ‘‘গত দেড় মাসে তাঁর শারীরিক পরিস্থিতি কি খারাপ হয়েছে ? অগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত তিনি চিকিৎসা করিয়েছেন তাঁর কি কোনও উন্নতি হয়নি ? তিনি তো মেডিক্যাল গ্রাউন্ডেই শুধু জামিন চাইছেন
। তাঁর কি জামিন মঞ্জুর করা উচিত ?’’