কামারহাটি, 2 ফেব্রুয়ারি: এবার আরজি কর মেডিক্যাল কলেজের এক ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। কামারহাটি ইএসআই হাসপাতালের কোয়ার্টার থেকে শুক্রবার বছর কুড়ির ওই মেডিক্যাল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ । ঘটনা সম্পর্কে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (নর্থ) গণেশ বিশ্বাস জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
আরজি করের ডাক্তারি ছাত্রীর দেহ উদ্ধার, নেপথ্যে কী ? - BODY RECOVERED
ডাক্তারি ছাত্রীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ৷ কী হয়েছে তা জানার কাজ শুরু করেছে পুলিশ ৷ হাসপাতাল কর্তৃপক্ষ ও বন্ধুদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে ৷
![আরজি করের ডাক্তারি ছাত্রীর দেহ উদ্ধার, নেপথ্যে কী ? Kamarhati News](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/02-02-2025/1200-675-23459740-thumbnail-16x9-body.jpg)
Published : Feb 2, 2025, 10:38 PM IST
|Updated : Feb 2, 2025, 11:00 PM IST
ওই ছাত্রী আরজি কর মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের এমবিবিএস পড়ুয়া ছিলেন । মায়ের সঙ্গে কামারহাটি ইএসআই হাসপাতালের কোয়ার্টারে থাকতেন। ওই হাসপাতালেই চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন ছাত্রীর মা। শুক্রবার সেখান থেকেই উদ্ধার হয় দ্বিতীয় বর্ষের ওই ডাক্তারি পড়ুয়ার নিথর দেহ । দেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তে পাঠানো হয় । এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এবং মৃত ছাত্রীর সহপাঠীদের সঙ্গেও কথাবার্তা বলছে পুলিশ ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর বাবা একটি ব্যাঙ্কের উচ্চপদে চাকরি করেন। বর্তমানে তিনি মুম্বইতে কর্মরত । তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে ঘটনার সময় ওই ছাত্রী ঘরে একাই ছিলেন । ঘটনার আগে তিনি তাঁর মাকে ফোন করেছিলেন। কোনও কারণে সেই ফোনটি ধরতে পারেননি মা । এরপর মেয়েকে তিনি লাগাতার ফোন করলেও সেই ফোনটি রিসিভ হয়নি । তাতেই সন্দেহ হয় ।
মা বুঝতে পারেন কিছু একটা সমস্যা হয়েছে । সঙ্গে সঙ্গে তিনি ছুটে যান ঘরে ৷ তখনই মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান । এরপর খবর পেয়ে পুলিশ এসে দেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠায় । যদিও প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়ে দেন, আগেই তাঁর মৃত্যু হয়েছে । একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছেন ব্যারাকপুর কমিশনারেটের কর্তারা। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা ।