চুঁচুড়া, 3 ফেব্রুয়ারি: "ক্যাগ রিপোর্ট যদি ভুল হয় বিধানসভায় পেশ করে আলোচনা করেননি কেন ?", প্রশ্ন তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ শুক্রবার কলকাতায় ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন ক্যাগ রিপোর্ট ভুল এবং মিথ্যা ৷ তার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী বলেন, "আমি তো বলব, রাজ্যপালের উচিত ক্যাগ রিপোর্টের বিরুদ্ধে এফআইআর শুরু করার জন্য নির্দেশ দেওয়া ৷ এই মুখ্যমন্ত্রী চোর, চোরেদের রানি ৷"
এছাড়া এদিন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু স্পষ্ট জানান, শীঘ্রই সিএএ পোর্টাল চালু হবে ৷ আর এতেই আতঙ্কিত মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিকে প্রাক্তন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি প্রসঙ্গে কিছুটা নরম সুরেই বলেন, "যিনি আটাকে কেজির বদলে লিটার বলেন ৷ কৃষকরা এয়ারপোর্টে সবজি বিক্রি করবে ৷ রাহুলজির 54 বছর বয়স হয়ে গিয়েছে ৷ এত বছরের সাংসদ ৷ পরিণত বুদ্ধি রাখা উচিত ৷ চলতি কথায় আমাদের এখানে বোকা শব্দটা গাঁ-গঞ্জের ৷ চলতি কথায় বলে ফেলেছিলাম ৷ তাতে যদি কেউ আঘাত পান, তা অন্য কথা ৷ কিন্তু জয়রাম রমেশ, মল্লিকার্জুন খাড়গেরা কার্যত মমতার পায়ে পড়েন ৷ মনু সিঙ্ঘভিরা যেভাবে চোরেদের বাঁচানোর জন্য উঠে পড়ে লাগেন ৷"
ভারত জোড়ো যাত্রা নিয়ে তৃণমূলের কটাক্ষ প্রসঙ্গে শুভেন্দু বলেন, "আজ তো তৃণমূল রাহুল গান্ধিকে বিড়িখোর বলেছে ৷ আমি আশা করব, আমার বিরুদ্ধে যেমন কংগ্রেস এফআইআর করছিল, মিছিল বের করছিল ৷ কাল থেকে মমতার বিরুদ্ধেও এটা করা উচিত ৷"