কলকাতা, 17 মার্চ:লোকসভা ভোটের দিনগুলিতে সকাল থেকে রাস্তায় থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। টোটো নিয়ে এলাকায় এলাকায় ঘুরবেন। মূলত সাধারণ মানুষের তথা ভোটারদের মধ্যে কোনওরকমে যাতে ভয়ের সঞ্চার না হয় সেদিকটাই দেখবেন তিনি। দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া বার্তা দিতেই সিভি আনন্দ বোসের এমন উদ্যোগ বলে জানা গিয়েছে রাজভবন সূত্রে ৷
রবিবার রাজভবন সূত্র দাবি করা হয়, ভোটের দিনগুলোয় সকাল 6টার আগে রাজ্যপাল রাজভবন থেকে টোটো নিয়ে বেরোবেন যাতে হিংসার ঘটনা না-ঘটে। উল্লেখ্য, এর আগে পঞ্চায়েত ভোটের সময়ও রাজ্যপালকে ঘুরতে দেখা গিয়েছে। এরফলে, উল্লেখযোগ্যভাবে দুষ্কৃতীদের কর্মকাণ্ড হ্রাস পেয়েছে বলেই রাজভবনের দাবি। এছাড়াও লোকসভা নির্বাচনের সময় জনগণের সঙ্গে সরাসরি সংযোগের জন্য রাজ্যপাল 'লগ সভা' নামে একটি পোর্টাল চালু করেছেন। যে কেউ ডেডিকেটেড ইমেল logsabha.rajbhavankolkata@gmail.com-এ রাজ্যপালের কাছে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন।
সেই প্রাপ্ত অভিযোগ এবং পরামর্শের ভিত্তিতে দ্রুত কাজ করা হবে বলেই রাজভবন সূত্রে খবর। এর আগে পঞ্চায়েত নির্বাচনের সময় রাজ্যপাল রাজভবনে 'শান্তিকক্ষ' খুলেছিলেন। সেইকক্ষে জনসাধারণের কাছ থেকে হাজার হাজার অভিযোগ এসেছিল। যার ফলস্বরূপ তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছিল ৷ পঞ্চায়েত নির্বাচনে রাজ্যপাল টেলিফোন এবং ইমেলও সবসময় সক্রিয় ছিল। লোকসভা নির্বাচনের ঘোষণার দিনেই রাজ্যপাল হাওড়ার একটি স্কুল থেকে ভিজিট শুরু করেছিলেন।
গাজন থেকে বেরিয়ে গঙ্গাবক্ষে নৌকায় চেপে হাওড়ার ঘাটে পৌঁছন। সেখান থেকেই রাজ্যপাল একটি টোটোতে ভ্রমণ করেন। রাস্তায় সাধারণের সঙ্গে কথাবার্তা বলেন। সেই ধারাবাহিকতা বজায় থাকবে লোকসভা নির্বাচনেও। রাজভবন সূত্রের দাবি, সাংসদ নির্বাচনের সময় তাঁর অগ্রাধিকার হবে নির্বাচনে সহিংসতা ও দুর্নীতি বন্ধ করা। কারণ, পশ্চিমবঙ্গের মানুষ নির্বাচনে শান্তি ও স্বচ্ছতার দাবিদার। রাজ্যপাল দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গেও যোগাযোগ করছেন বলে জানা গিয়েছে। রাজ্যপালের ওএসডি সন্দীপ রাজপুত 'লগ সভার' নোডাল অফিসার হবেন। তিনি যাবতীয় বিষয়গুলোর পরিচালনা ও দেখভালের দায়িত্বে থাকবেন।
আরও পড়ুন:
- সন্দেশখালির দখল করা জমি পুনর্ব্যবহারের উপায় খুঁজতে বিশেষজ্ঞ দল গঠন রাজ্যপালের
- মানুষের রক্ত দিয়ে রাজনৈতিক 'হোলি' বরদাস্ত নয়, ভোটের আগে কড়া বার্তা রাজ্যপালের
- বেতন ও ভাতা সংশোধনী বিলে স্বাক্ষর রাজ্যপাল বোসের