কলকাতা, 10 ফেব্রুয়ারি: "ননসেন্স গেম চলছে, তা বন্ধ করতে গুন্ডারাজের কফিনে পেরেক পুঁততে হবে ৷" সন্দেশখালি ইস্যুতে শনিবার রাতে এক ভিডিয়ো বার্তায় এমনটাই নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত উত্তপ্ত উত্তর 24 পরগনার সন্দেশখালি ৷ ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতিও ৷
গত সোমবারই রাজভবন থেকে মুখ্যসচিব বিপি গোপালিকাকে চিঠি পাঠানো হয় ৷ তারপরও পরিস্থিতির কোনও বদল না-হওয়ায় ফের বার্তা পাঠানো হয়েছে ৷ তারপরে আবার শনিবার রাতে ভিডিয়ো বার্তা দিলেন রাজ্যপাল বোস ৷ সবমিলিয়ে সন্দেশখালি ইস্যুতে বারবার ক্ষোভ প্রকাশ রাজ্যপালের ৷ সন্দেশখালি নিয়ে যথাযথ পদক্ষেপ করতে যে রাজ্য সরকার টালবাহানা করছে, তা প্রকাশ পেয়েছে রাজ্যপালের বক্তব্যে ৷
শান্তি বজায় এবং আইনশৃঙ্খলা রক্ষা করা পুলিশ প্রশাসনের দায়িত্ব ৷ সে কথা স্মরণ করিয়ে দিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, "রাজ্য সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে ৷ একদিকে বিধানসভায় অধিবেশন চলছে, অন্যদিকে এরকম অরাজকতার পরিস্থিতি সৃষ্টি হয়েছে ৷ সেখানে পুলিশ প্রশাসন সবকিছুই আছে ৷ তারপরেও দুষ্কৃতীরা আইন হাতে নিয়ে নিচ্ছে ৷ রাজ্য সরকারকে অবশ্যই এ বিষয়ে যথাযথ পদক্ষেপ করে রিপোর্ট পেশ করতে হবে ৷ মাফিয়া রাজ, গুন্ডারাজ চলতে দেওয়া যাবে না ৷ সকলকে ঐক্যবদ্ধভাবে এই গুন্ডারাজ দমন করতে এগিয়ে আসতে হবে ৷"