পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মমতার পছন্দেই সায় রাজভবনের, আরও 2 বিশ্ববিদ্যালয় পেল স্থায়ী উপাচার্য - TWO VCS APPOINTED BY WB GOVERNOR

ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দকেই সিলমোহর রাজ্যপাল সিভি আনন্দ বোসের ৷ এর আগে 10টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন তিনি।

TWO VCS APPOINTED BY WB GOVERNOR
আরও 2 বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য (বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য)

By ETV Bharat Bangla Team

Published : Dec 17, 2024, 11:06 PM IST

Updated : Dec 18, 2024, 9:07 AM IST

কলকাতা, 17 ডিসেম্বর:রাজ্যের আরও 2টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করল উচ্চশিক্ষা দফতর। রাজভবনের সম্মতিতেই উপাচার্য নিয়োগ করা হল। মঙ্গলবার উত্তরবঙ্গের দুই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করা হয় উপাচার্য।

দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয়ের জন্য নিয়োগ করা হল তেজিমালা গুরুং নাগকে। পাশাপাশি আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের জন্য নিয়োগ করা হয়েছে সরিৎ কুমার চৌধুরীকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নামেই আবারও সিলমোহর দিল রাজভবন। সেই তালিকাই উচ্চশিক্ষা দফতরের তরফে প্রকাশ করা হল এদিন।

উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে রাজ্য ও রাজ্যপাল সংঘাত দেখা গিয়েছিল অতীতে। উচ্চশিক্ষা দফতরের সঙ্গে কোনওরকম যোগাযোগ না-করে উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। এই অভিযোগের প্রেক্ষিতেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বারবার সরব হয়েছিলেন আচার্যের ভূমিকাকে ঘিরে। যার জল গড়িয়েছে আদালত পর্যন্ত। সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে একটি কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল। সেই কমিটি 3টি করে নাম বাছাই করে মুখ্যমন্ত্রীর কাছে পাঠায়। তারপর তা থেকে নাম বাছাই করে একটি তালিকা তৈরি করেন মুখ্যমন্ত্রী। সেই তালিকা পৌঁছয় রাজ্যপালের কাছে।

প্রসঙ্গত, চলতি মাসের 6 তারিখ রাজ্যের ছ'টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা হয়েছিল। তাতেও মুখ্যমন্ত্রীর দেওয়া নামেই সিলমোহর দিয়েছিল রাজভবন। সেই অনুযায়ী, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হন নির্মাল্য নারায়ণ চক্রবর্তী। বর্ধমান বিশ্ববিদ্যালযের উপাচার্য হন শঙ্করকুমার নাথ। কল্লোল পাল হলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর দায়িত্ব পেলেন রূপকুমার বর্মন ৷ রানি রাসমণি গ্রিন বিশ্ববিদ্যালয় এবং সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালযের উপাচার্য হন যথাক্রমে অমিয়কুমার পাণ্ডা এবং পবিত্রকুমার চক্রবর্তী।

এছাড়াও, 12 তারিখ রাজ্যের আরও 4টি বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ করা হয়েছে। মহাত্মা গান্ধি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন সৌরাংশু মুখোপাধ্যায়। হিন্দি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নন্দিনী সাউ। কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তপতী চক্রবর্তী ও মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানে আলম ৷

Last Updated : Dec 18, 2024, 9:07 AM IST

ABOUT THE AUTHOR

...view details