অশোকনগর ও কলকাতা: কয়েক ঘণ্টার ব্যবধান ৷ আর তার মধ্যে বাংলার দু’টি জায়গা থেকে উদ্ধার হল সোনার বিস্কুট ও জাল নোট ৷ বুধবার রাতে উত্তর 24 পরগনার অশোকনগর থেকে প্রায় 60 লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার করে পুলিশ ৷ গ্রেফতার করা হয় তিনজনকে ৷ বৃহস্পতিবার সকালে কলকাতার ধর্মতলা থেকে উদ্ধার হয় প্রায় তিন লক্ষ টাকার জাল নোট ৷ এই ঘটনায় লালবাজারের জালে ধরে পড়েছে একজন ৷
অশোক নগরে উদ্ধার 60 লক্ষ টাকার সোনার বিস্কুট
চোরের উপর বাটপারি ! পাচারের জন্য নিয়ে যাওয়া সোনা মাঝপথে দুষ্কৃতীদের আরেক দল হাইজ্যাক করে নিল । রাজপথে দুই দুষ্কৃতী দলের হাতাহাতি । খবর পেয়ে ঘটনাস্থলে উত্তর 24 পরগনার অশোকনগর থানার পুলিশের দুঃসাহসিক অভিযান । অবশেষে পুলিশের জালে ধরা পড়ল তিন দুষ্কৃতী । ধৃতদের কাছ থেকে প্রায় 60 লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে । বাজেয়াপ্ত করা হয়েছে কার্তুজ ভরা একটি আগ্নেয়াস্ত্রও ।
বুধবার রাতে অশোকনগর থানার পুলিশের কাছে খবর আসে, দোগাছিয়া এলাকায় গাড়ি থামিয়ে রাস্তার উপর কয়েকজন যুবকের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি চলছে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । পুলিশ দেখে দুষ্কৃতীদের কয়েকজন গাড়ি চালিয়ে পালিয়ে যায় । বাকি তিনজনকে পুলিশ ধরে ফেলে । ধৃতদের মধ্যে রয়েছেন বনগাঁর গোপালগঞ্জের বাসিন্দা বিভূতি বিশ্বাস । রয়েছেন বাদুড়িয়ার বাসিন্দা রাজেশ ঠাকুর এবং স্বরূপনগরের বাসিন্দা শুভঙ্কর হালদারও ।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, বিভূতি ছ'টি সোনার বিস্কুট নিয়ে দত্তপুকুর স্টেশনে কাউকে পৌঁছে দিতে গিয়েছিলেন । সেখানে পুলিশ পরিচয় দিয়ে অন্য আরেক দল দুষ্কৃতী তা়ঁকে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে অশোকনগর থানার দোগাছিয়া এলাকায় আসে । সেখানে রাস্তার ওপরে সোনার বিস্কুটের ব্যাগ নিয়ে দুষ্কৃতীদের মধ্যে কাড়াকাড়ি শুরু হয় । তা দেখে পাশের ক্লাবের ছেলেরা অশোকনগর থানায় খবর দেন ।
পুলিশকে দেখে কয়েকজন দুষ্কৃতী তড়িঘড়ি গাড়িতে উঠে সেখান থেকে চম্পট দেয় । ধরা পড়ে যান বিভূতি, শুভঙ্কর ও রাজেশ । বিভূতির ব্যাগ তল্লাশি করার সময় সিগারেটের কার্টুনের মধ্যে ছ'টি সোনার বিস্কুট উদ্ধার হয় । পুলিশি জেরায় বিভূতি জানান, সোনার বিস্কুটগুলি তিনি কারও কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন । দত্তপুকুর রেল স্টেশন থেকে কয়েকজন তাঁকে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে যায় । কিন্তু সোনার বিস্কুটের ব্যাগ তিনি হাতছাড়া করেননি । শুভঙ্করের কাছ থেকে কার্তুজ ভর্তি একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় । রাজেশের কাছ থেকে মিলেছে একটি চাকু ।