জলপাইগুড়ি, 21 মার্চ:লোকালয়ে দাপিয়ে বেড়াচ্ছে বাইসন ৷ বন্যপ্রাণীর আক্রমণে আহত এক মহিলা-সহ 4 । বৃহস্পতিবার সকালে ধূপগুড়ি ব্লকের পূর্ব মাগুরমারী বাইশচালা এলাকায় দাপিয়ে বেড়ায় বাইসনটি ৷ আহতদের মধ্যে একজনের আঘাত গুরুতর হওয়ায় তাকে উদ্ধার করে স্থানীয় জলপাইগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ এদিন বেলার দিকে আবারও এলাকায় ঢুকে পড়ে বাইসনটি ৷ বন্যপ্রাণীটির হানায় জখম হয়েছেন চন্দন বৈরাগী ও সৌভিক রায় নামে আরও দুই ব্যক্তি ৷
এলাকাবাসীদের দাবি, পাশেই সোনাখালী জঙ্গল ৷ সেখান থেকেই সম্ভবত একাধিক বাইসন এলাকায় ঢুকে পড়ে ৷ সেইসময়ে বাড়ি থেকে বেরিয়ে কাজে যাচ্ছিলেন বিমল রায় ৷ তখনই একটি বাইসন তাঁর উপর হামলা চালায় ৷ বাইসনে গুঁতোয় গুরুতর আহত হন ওই ব্যক্তি ৷ তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে ওই ব্যক্তিকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ হামলায় জখম হয়েছে আরও এক মহিলা ৷ স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ৷ ধূপগুড়ি হাসপাতালে তাঁর প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছে ৷ জখম মহিলার নাম আরতী রায় ।