পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যোগীরাজ্যে এসটিএফের 'এনকাউন্টারে' নিহত 4 গ্যাংস্টার, গুলিবিদ্ধ আধিকারিক - GANGSTERS KILLED IN UP ENCOUNTER

নিহত মুস্তাফা কাগ্গা গ্যাংয়ের প্রধান আর্শদ ৷ উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ৷

UP STF ENCOUNTERS GANGSTERS
যোগীরাজ্যে এসটিএফের 'এনকাউন্টারে' নিহত 4 গ্যাংস্টার ৷ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 21, 2025, 2:40 PM IST

শামলি (উত্তরপ্রদেশ), 21 জানুয়ারি: যোগীরাজ্যে আবারও এনকাউন্টার ! কুখ্যাত মুস্তাফা কাগ্গা গ্যাংয়ের চার সদস্যকে খতম করল উত্তরপ্রদেশ এসটিএফ ৷ সোমবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে শামলিতে ৷ ঘটনায় স্পেশাল টাস্ক ফোর্সের এক ইন্সপেক্টর গুলিবিদ্ধ হয়েছেন ৷ নিহত গ্যাংস্টারদের থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছেন এসটিএফের আধিকারিকরা ৷

উত্তরপ্রদেশ এসটিএফের মেরঠ ইউনিটের এসটিএফের এএসপি ব্রীজেশ কুমার বলেন, "উত্তরপ্রদেশ এসটিএফ এবং গ্যাংস্টাদের মধ্যে রাত 2টো নাগাদ গুলিযুদ্ধ হয় ৷ শামলির ঝিনঝানা এলাকায় এই এনকাউন্টার হয় ৷ গ্যাংস্টাররা একটি গাড়িতে করে যাচ্ছিল ৷ সেই সময় এসটিএফ তাদের ঘিরে ফেলে ৷ পুলিশ ঘিরে ফেলেছে বুঝতে পেরেই গুলি চালাতে শুরু করে গ্যাংস্টাররা ৷"

মুস্তাফা কাগ্গা গ্যাংয়ের গাড়ি বাজেয়াপ্ত করেছে উত্তরপ্রদেশ এসটিএফ ৷ (ইটিভি ভারত)

ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, "এসটিএফ আধিকারিক এবং গ্যাংস্টারদের মধ্যে একাধিক রাউন্ড গুলি চলে ৷ এই ঘটনার সময় গ্যাংয়ের প্রধান সদস্য আর্শদ এবং তার তিন সঙ্গী মনোজিৎ, সতীশ এবং অন্য আরেকজন অপরাধী গুলিতে নিহত হয়েছে (নাম জানা যায়নি) ৷ নিহতরা সকলেই মুস্তাফা কাগ্গা গ্যাংয়ের সদস্য ৷"

এসটিএফের আধিকারিক জানিয়েছেন, শুটআউটের সময় বাহিনীকে নেতৃত্ব দেওয়া ইন্সপেক্টর সুনীল গুলিবিদ্ধ হয়েছেন ৷ গুরুতর অবস্থায় তাঁকে কারনাল এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখান থেকে তাঁকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই পুলিশ আধিকারিকের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ৷

এসটিএফ সূত্রে জানা গিয়েছে, নিহত চার গ্যাংস্টারের মধ্যে আর্শদ সাহারনপুর জেলার বড়ি মাজরা গ্রামের বাসিন্দা ৷ তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের ছিল উত্তরপ্রদেশের বিভিন্ন থানায় ৷ খুন, ডাকাতি, লুটপাট এবং অস্ত্র আইনেও আদর্শের বিরুদ্ধে মামলা ছিল ৷ ওই গ্যাংয়ের আরেক সদস্য মনোজিৎ সোনিপতের বাসিন্দা এবং সতীশ কারনালের ৷

ABOUT THE AUTHOR

...view details