কলকাতা, 29 অগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছেন ওই হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি ৷ তাঁর তোলা অভিযোগ নিয়েই এখন তদন্ত করছে সিবিআই ৷ সেই নিয়ে তাঁকে বৃহস্পতিবার নিজাম প্যালেসে তলব করা হয় সিবিআইয়ের তরফে ৷ সেই কারণে এ দিন সেখানে হাজির হন আখতার আলি ৷ সিবিআই সূত্রে খবর, বয়ান রেকর্ডের জন্যই তাঁকে এ দিন ডাকা হয়েছে ৷
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গত 9 অগস্ট চিকিৎসক ‘অভয়া’র ধর্ষণ ও খুনের ঘটনা সামনে আসার পর একের পর এক অভিযোগ উঠতে থাকে সেখানকার তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ৷ সেই সময়ই জানা যায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে আগেই সরব হয়েছিলেন আখতার আলি ৷ এই নিয়ে তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগও করেছিলেন ৷