কলকাতা, 8 অগস্ট: ক্রীড়াপ্রেমী হিসেবে নিজেকে জাহির করতেন না পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ খেলাধূলা ভালোবাসতেন না, এটা বলা যাবে না ৷ কারণ, তিনি ক্রিকেটের খবর যথেষ্ট রাখতেন ৷ অনুদান ঘোষণা করে শিরোনামে আসেননি ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেটীয় পারফরম্যান্স এবং তদানীন্তন ভারতীয় দলের ওঠা পড়ার খবরে নিয়মিত নজরও রাখতেন ৷ কলকাতা ময়দান তাঁর খেলাধূলার প্রতি ভালোবাসার আঁচ পরোক্ষে হলেও পেয়েছে ৷ তবে তা কখনও উচ্চকিত নয় ৷
আজ সকালে 80 বছর বয়সে প্রয়াত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ তাঁর প্রয়াণের দিনে স্মৃতিকাতর ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার ৷ প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, “তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন যখনই তাঁর সাহায্য চেয়েছি তখনই পেয়েছি ৷” ইস্টবেঙ্গলের প্রতি বামফ্রন্টের সেই আমলের নেতা মন্ত্রীদের ভালোবাসা সর্বজনবিদিত ৷ ক্ষিতি গোস্বামী, অসীম দাশগুপ্ত, প্রয়াত সুভাষ চক্রবর্তী, মানস মুখোপাধ্যায়, সকলেই ইস্টবেঙ্গলের সমর্থক ৷ ক্লাবের গ্যালারি সংস্কার করার জন্য তাঁরা যে সাহায্য করবেন, তাতে আশ্চর্যের কিছু নেই ৷ সেই তালিকায় ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যও ৷
দেবব্রত সরকার বলেছেন, "আমাদের কখনও ফেরাননি বুদ্ধবাবু ৷ খুব যে দেখা হত তেমনটা নয় ৷ আসলে তাঁর কাছে আমাদের যেতেই হত না ৷ যখন যা দরকার সুভাষ দা (সুভাষ চক্রবর্তী)-কে বললেই কাজ হয়ে যেত ৷ গ্যালারি গড়ার ক্ষেত্রেও বড় ভূমিকা নিয়েছিলেন ৷" পাশাপাশি 2003 সালে যখন ইস্টবেঙ্গল আশিয়ান চ্যাম্পিয়ন হয়, সেই সময়ও অনেক সাহায্য করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য ৷