কলকাতা, 8 অগস্ট:দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বুদ্ধদেব ভটাচার্য ৷ অসুস্থতার কারণে শেষ কয়েক বছর কার্যত গৃহবন্দি ছিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকাল 8টা 20 নাগাদ পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ বুদ্ধদেব ভট্টাচার্যর মৃত্যুর খবর জানান তাঁর সন্তান সুচেতন ভট্টাচার্য। তিনি রেখে গেলেন স্ত্রী মীরা ভট্টাচার্য ও সন্তান সুচেতন ভট্টাচার্যকে ৷ তাঁর পূর্বসূরির মতো বুদ্ধদেব ভট্টাচার্যও মরণোত্তর দেহদান করে গিয়েছেন ৷ তাঁকে গান স্যালুট দেওয়া হবে ৷ আজ পূর্ণ দিবস ছুটিও ঘোষণা করেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
বুদ্ধদেবের প্রয়াণ-দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ সিওপিডি-এর সমস্যাও ছিল তাঁর ৷ বাড়িতেই চিকিৎসা চলছিল। পারিবারিক সূত্রে খবর, গত 3দিন ধরে জ্বরে ভুগছিলেন বর্ষীয়ান সিপিএম নেতা ৷ গতকাল থেকে শারীরিক অবস্থার অবনতি ঘটে। কিন্তু আজ সকালে তিনি প্রাতঃরাশ সারেন ৷ তারপরই শ্বাসকষ্ট হয় ৷ বুদ্ধদেববাবুর স্ত্রী মীরাদেবী জানান, এরপরই তিনি প্রয়াত হন ৷
এমনিতেই, আগে থেকেই ফুসফুসের সংক্রমণ ছিল। এর আগেও শারীরিক অসুস্থতার কারণে একাধিকবার তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে ৷ সুস্থ হয়ে বাড়িও ফিরে ছিলেন ৷ শেষবার গত বছর 29 জুলাই, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ দীর্ঘ 12 দিন হাসপাতালে চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন ৷ গতবছর 9 অগস্ট বিপদমুক্ত হয়ে হাসপাতাল থেকে তিনি বাড়ি ফিরেছিলেন। তারপর থেকে বাড়িতেই গৃহবন্দি ছিলেন তিনি ৷ আর একবছরের মাথায় আজ তিনি প্রয়াত হলেন ৷