কলকাতা, 4 মে:তিনি এখন অজ্ঞাতবাসে। স্বেচ্ছা নির্বাসন বললেও খুব একটা ভুল বলা হয় না। ফুসফুসের জটিল রোগ তাঁকে কাবু করেছে বছর কয়েক আগে। বাংলাকে কৃষি থেকে শিল্পের সরণিতে নিয়ে যেতে চাওয়া প্রখর দূরদৃষ্টি সম্পন্ন নেতার দৃষ্টি শক্তিও আগের মতো প্রবল নয়। তবু ভোট এলে তিনিই বামেদের মুশকিল আসান । তিনিই মরুভূমিতে মরুদ্যান। এবার লোকসভা নির্বাচন চলাকালীন বার্তা দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বাম নেতা-কর্মীরা হয়তো মনে মনে বলছেন, "তিনি বৃদ্ধ হলেন, বনস্পতির ছায়া দিলেন সারাজীবন।" কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তাঁর ভিডিয়ো তৈরি করা হয়েছে।
সিপিএমের ডিজিটাল টিমের তৈরি সেই ভিডিও বার্তার শুরুতেই বুদ্ধদেব বলছেন, "নমস্কার। কেমন আছেন সবাই? দেশ-দুনিয়ার এই কঠিন পরিস্থিতিতে আমাদের ভালো থাকা সত্যিই দুষ্কর!" এরপরই প্রাক্তন মুখ্যমন্ত্রী সন্দেশখালি নিয়ে সরব হন। এআই বার্তায় তাঁকে বলতে শোনা যায়, "কী ঘটে যাচ্ছে পশ্চিমবাংলায়! সন্দেশখালিতে যে অন্যায় তৃণমূল করেছে তার কোনও ক্ষমা নেই।" এরপর বামনেতার বার্তায় উঠে আসে বাংলার সামগ্রিক অবস্থা। কর্মসংস্থান না থাকা থেকে শুরু করে রাজ্যের দুর্নীতি প্রসঙ্গে সরব হন তিনি।
ভাষণের একটি প্রসঙ্গে আক্ষেপের সুরে নেতা বলেন, " আমরা রাজ্যটাকে সুন্দর করে সাজিয়ে তুলছিলাম। আমরা বলেছিলাম শিল্প হবে। কৃষির উন্নতি হবে। ছেলেমেয়েদের চাকরি হবে!" বক্তব্যের এই প্রসঙ্গে বিজেপিকে নিশানা করেন তিনি। একসময় বিজেপিকে বর্বর এবং অসভ্যদের দল বলে কটাক্ষ করেছিলেন রাজ্যের আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। প্রায় সেই কথার প্রতিধ্বনি শোনা গেল একদা জ্যোতির ছেড়ে যাওয়া আসনে বসা বুদ্ধদেবের কণ্ঠে ।