পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রয়াত প্রবীণ সিপিএম নেতা ব্রজ মুখোপাধ্যায় - VETERAN CPIM LEADER PASSES AWAY - VETERAN CPIM LEADER PASSES AWAY

Braja Mukherjee Passes Away: 87 বছর বয়সে প্রয়াত হলেন বর্ষীয়ান সিপিএম নেতা তথা বীরভূম জেলা পরিষদের 20 বছরের সভাধিপতি ব্রজ মুখোপাধ্যায় ৷ শনিবার দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর ৷

CPIM Leader Braja Mukherjee Passes Away
প্রয়াত সিপিআইএম বিধায়ক ব্রজ মুখোপাধ্যায় (Etv Bharat)

By ETV Bharat Bangla Team

Published : Aug 3, 2024, 8:45 PM IST

সিউড়ি, 3 অগস্ট: প্রয়াত হলেন সিপিআইএমের প্রবীণ নেতা তথা গণতান্ত্রিক যুব ফেডারেশনের বীরভূম জেলার প্রথম সম্পাদক ব্রজ মুখোপাধ্যায় । 20 বছর বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ও 2 বার সিউড়ির বিধায়ক ছিলেন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 87 বছর । বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন । কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল । সেখানেই শনিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।

ছাত্র জীবনে যুব আন্দোলনের মধ্যে দিয়ে তিনি সিপিএমের সংস্পর্শে আসেন । গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রথম জেলা সম্পাদক নির্বাচিত হন । জেলায় যুব আন্দোলনকে বিকশিত করতে তাঁর যথেষ্ট অবদান আছে । 1961 সালে তিনি সিপিএমের সদস্য হন। প্রথম জীবনে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন । পরবর্তীতে দলের সর্বক্ষণের কর্মী হিসাবে নিজেকে নিয়োজিত করেন । 1978 সালে তিনি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হন । 1998 পর্যন্ত 20 বছর সেই পদেই আসীন ছিলেন । এছাড়াও দু'বার সিউড়ির বিধায়ক নির্বাচিত হয়েছিলেন ।

উল্লেখ্য, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের উন্নয়ন, মল্লারপুর টুরকু হাঁসদা-লেপাচা হেমব্রম মহাবিদ্যালয়, বীরভূম ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি গড়ে তুলতে ব্রজ মুখোপাধ্যায়ের অবদান ছিল । দীর্ঘদিন তিনি খাদি বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন । পরবর্তী কালে পার্টির বীরভূম জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নির্বাচিত হয়েছিলেন। সিআইটিইউয়ের বীরভূম জেলা কমিটির সভাপতি হিসেবেও তিনি শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করার লড়াইয়ে নিজেকে উজাড় করে দিয়েছিলেন । শ্রমিক নেতা হিসেবে শ্রমজীবী মানুষের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা ছিল । ভালো ব্যবহারের পাশাপাশি ও সুবক্তা হিসেবে মানুষকে আকর্ষণ করার ক্ষমতার অধিকারী ছিলেন প্রয়াত এই নেতা ।

বেশ কিছুদনি ধরেই শারিরীক অসুস্থায় জর্জরিত ছিলেন তিনি । সম্প্রতি অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয় । সেখানেই এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বামপন্থী আন্দোলনের এই প্রবীণ নেতা । তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, পলিটব্যুরোর সদস্য রামচন্দ্র ডোম, বীরভূম জেলা সম্পাদক গৌতম ঘোষ-সহ অন্য নেতারা । অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও শোকজ্ঞাপন করা হয়েছে । রবিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে । প্রয়াত নেতা রেখে গিয়েছেন স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা ও তাঁদের পরিবারবর্গকে । তাঁর মৃত্যুতে সিপিআইএমের বীরভূম জেলা সম্পাদক গৌতম ঘোষ বলেন, "দীর্ঘদিনের লড়াইয়ের সঙ্গী ৷ সমাজের বহু ক্ষেত্রে তিনি তাঁর অবদান রেখে গেলেন ৷ সিউড়ি-সহ বীরভূম জেলার একাধিক বৃহৎ কর্মকাণ্ডে তাঁর অবদান আছে ৷"

ABOUT THE AUTHOR

...view details