সুন্দরবন, 4 ডিসেম্বর:শীত পড়লেই লোকালয়ে আনাগোনা বেড়ে যায় তাদের ৷ কখনও রোদের জন্য, তো কখনও খাদ্যের সন্ধানে ঢুকে যায় তারা ৷ স্বাভাবিকভাবে তাই শীত আসার আগে বাঘের আতঙ্কে আতঙ্কিত এলাকার বাসিন্দারা ৷ বাঘের আনাগোনা রুখতে এবার বিশেষ ব্যবস্থা নিল বনদফতর ৷ সুন্দরবনের জঙ্গল লাগোয়া এলাকা জাল দিয়ে ঘেরার কাজ শুরু করল দফতর ৷
সুন্দরবনের জঙ্গল থেকে গোসাবা, কুলতলি মৈপিঠ, ক্যানিং-সহ বিভিন্ন এলাকায় বাঘের হানা নতুন ঘটনা নয় । প্রতি বছর শীতের সময় জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পরে রয়েল বেঙ্গল টাইগার । ফলে শীত আসলেই আতঙ্কে দিন কাটাতে শুরু করেন স্থানীয়রা ৷ আর সেই বাঘ ধরতে রীতিমতো হিমশিম খান বনদফতরের কর্মীরা ৷ এই বছর সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না-হয়, তাই বিশেষ ব্যবস্থা নিল দফতর ৷
শীতে লোকালয়ে ঢুকে পড়ে বাঘ (ইটিভি ভারত)
জাঁকিয়ে শীত পড়ার আগে জাল দিয়ে ঘেরার কাজ শুরু করে দিল বনদফতর ৷ এই প্রসঙ্গে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডাইরেক্টর জেমস জাস্টিন বলেন, "প্রতিবছর শীত পড়লে সুন্দরবনের খাল-বিলের জল অনেকটাই শুকিয়ে যায় ৷ কমে যায় মিষ্টি জলের পরিমাণও ৷ এর ফলে পানীয় জল এবং খাদ্যের খোঁজে লোকালয়ে ঢুকে যায় বাঘ । এই বছর স্থানীয় বাসিন্দাদের যাতে একই সমস্যায় পড়তে না-হয়, তাই বনদফতরের পক্ষ থেকে জাল দিয়ে এলাকা ঘিরে রাখার কাজ শুরু হয়েছে । এর ফলে অনেকটাই আতঙ্কমুক্ত হবেন এলাকার বাসিন্দারা ৷"
সুন্দরবনের জঙ্গল লাগোয়া এলাকাবাসীদের মতে, শীত পড়তেই বাঘের আতঙ্ক শুরু হয়ে যায় ৷ প্রতিবছর সুন্দরবনের জঙ্গল থেকে বাঘ লোকালয়ে ঢুকে পড়ে । তাই এবার বনদফতরের তরফে আগে থেকেই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান বাসিন্দারা ৷ বনদফতরের এই পদক্ষেপে তারা অনেকটাই স্বস্তি পেয়েছেন বলে জানান বাসিন্দারা ৷