পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিরল কালো চিতাবাঘের সংখ্যা জানতে ট্র‍্যাপ ক্যামেরা বসাল বন দফতর

কালো চিতাবাঘ বিরল ৷ পাহাড়ে সম্প্রতি এই চিতাবাঘের দেখা পাওয়া গিয়েছে ৷ তাদের সংরক্ষণে উদ্যোগী হল বন বিভাগ ৷

Black Leopard
কালো চিতাবাঘ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2024, 3:33 PM IST

দার্জিলিং, 24 অক্টোবর: বিভিন্ন সময়ে পাহাড়ে বিরল কালো চিতাবাঘের (ম্যালানিস্টিক লেপার্ড) দেখা পাওয়া গিয়েছে ৷ এবার কালো চিতাবাঘের সংখ্যা জানতে এবং সংরক্ষণে ট্র‍্যাপ ক্যামেরা বসাচ্ছে বন দফতর ৷ পাশাপাশি জেলার পাহাড়ি গ্রামে হোম স্টেগুলির সিসি ক্যামেরায় নজর রাখার কাজ শুরু করেছে বন বিভাগ ৷

জানা গিয়েছে, সম্প্রতি পাহাড়ে একাধিকবার দেখা মিলেছে কালো চিতাবাঘের ৷ ওই কালো চিতাবাঘই 'ব্ল্যাক প্যান্থার' বলে জল্পনা ছড়ায় ৷ যদিও পরে বন বিভাগ নিশ্চিত করে, সেটি কালো চিতাবাঘ ৷ গত দু'বছরে ঘন ঘন দেখা মিলেছে কালো চিতাবাঘের ৷ যে কারণে এবার পাহাড়ে আদতে কালো চিতাবাঘের সংখ্যা ক'টি, তা জানতে এবার ট্র‍্যাপ ক্যামরা বসাচ্ছে কার্শিয়াং বনবিভাগ ৷

বন বিভাগের তরফে যে সব জায়গায় কালো চিতাবাঘের দেখা মিলেছে সেসব জায়গায় 8টি সিসি ক্যামেরা বসানো হচ্ছে ৷ পাশাপাশি প্রায় 60টি হোম স্টে'র সিসি ক্যামেরাতেও নজরদারির কাজ শুরু করেছে কার্শিয়াং বন বিভাগ ৷ এছাড়া জানা গিয়েছে, নভেম্বর মাসেই আন্তর্জাতিক সংস্থা, কেন্দ্রীয় বন মন্ত্রক ও রাজ্য বন দফতরের যৌথ সহযোগিতায় প্রায় পঞ্চাশের বেশি সিসি ক্যামেরা বসানো হবে কার্শিয়াংয়ের বিভিন্ন বনাঞ্চলে ৷

এই বিষয়ে রাজ্যের অতিরিক্ত মুখ্য বনপাল (বন্য প্রাণ) রাজেশ কুমার বলেন, "কালো চিতাবাঘ বা ম্যালানিস্টিক লেপার্ড আসলে সাধারণ চিতাবাঘ ৷ ডিএনএ জনিত কারণে তাদের শরীরে কালো রঙের মাত্রা বেড়ে যায় ৷ তবে এই কালো চিতাবাঘ খুব কম দেখা যায় ৷ পাহাড়ে বেশ কয়েকবার দেখা গিয়েছে ৷ যেকারণে নজরদারি বাড়িয়েছি আমরা ৷"

কার্শিয়াং বনবিভাগের ডিএফও দেবেশ পাণ্ডে বলেন, "কালো চিতাবাঘের সংখ্যা জানতে যে সব জায়গায় সেগুলির বিচরণ রয়েছে এবং বেশ কয়েকটি চা বাগানে আটটি ট্র‍্যাপ ক্যামেরা বসানো হয়েছে ৷ নভেম্বর মাসেই আরও অনেক ট্র‍্যাপ ক্যামেরা কার্শিয়াংয়ের জঙ্গলে বসানো হবে ৷ তাদের সংরক্ষণে এই পদক্ষেপ করা হচ্ছে ৷" তিনি আরও জানান, এখনও পর্যন্ত বন বিভাগের আধিকারিক ও কর্মীদের পর্যবেক্ষণে পাহাড়ে দু'টি কালো চিতাবাঘ রয়েছে বলে অনুমান ৷ তবে তা নিশ্চিত হতেই এই ক্যামেরায় নজরদারি শুরু করা হয়েছে ৷

প্রসঙ্গত, 15 অক্টোবর কার্শিয়াংয়ের বাগোরা জঙ্গলে দেখা মেলে একটি কালো চিতাবাঘের ৷ এরপর 16 অক্টোবর ফের কালো চিতাবাঘের দেখা মেলে গিমিকে ৷ এর আগে চলতি বছরের 7 জুন কার্শিয়াং থেকে 8 কিলোমিটার দূরে চিমনি এলাকার রাস্তায় কালো চিতাবাঘের দেখা মিলেছিল ৷

2023 সালের 24 এপ্রিল দার্জিলিংয়ের চিত্রে বাজারের কাছে রাস্তা পার হতে দেখা যায় কালো চিতাবাঘকে ৷ এরপর নভেম্বর মাসেও মিরিকে দেখা গিয়েছিল ৷ এর আগে 2020 সালে মিরিকের ওকাইতি চা বাগান সংলগ্ন 9 নম্বর ডিভিশনের কাছে রাস্তা পার করার সময় কালো চিতাবাঘের দেখা মিলেছিল ৷ তার আগে 2020 সালে মিরিকেই কালো চিতাবাঘের দেখা মিলেছিল । 2022 সালে মানেভঞ্জন সংলগ্ন এলাকা থেকে একটি কালো চিতাবাঘের দেহ উদ্ধার হয়।

ABOUT THE AUTHOR

...view details