পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অভিষেক-ঘনিষ্ঠ পরিচয়ে আর্থিক প্রতারণা, ফিরহাদের ওএসডির বিরুদ্ধে থানায় অভিযোগ - Firhad Hakim OSD in Controversy - FIRHAD HAKIM OSD IN CONTROVERSY

Firhad Hakim's OSD in Controversy: অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল ফিরহাদ হাকিমের ওএসডি-র বিরুদ্ধে ৷ কলকাতার মেয়রের ওএসডি-র নাম কালীচরণ বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর বিরুদ্ধে কলকাতা পুলিশে অভিযোগ দায়ের হল ৷

Firhad Hakim's OSD in Controversy
অভিষেক-ঘনিষ্ঠ পরিচয়ে আর্থিক প্রতারণা, ফিরহাদের ওএসডির বিরুদ্ধে থানায় অভিযোগ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2024, 3:45 PM IST

কলকাতা, 27 সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে ৷ যাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি আবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি ৷ কালীচরণ বন্দ্যোপাধ্যায় নামে ওই ব্যক্তির বিরুদ্ধে কলকাতার শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেছেন অভিষেকের পার্ক স্ট্রিটের অফিসের এক আধিকারিক ৷

অভিষেক ও ফিরহাদ, দু’জনেই শাসক দলের হাই-প্রোফাইল নেতা ৷ ফলে এক নেতার ওএসডি-র বিরুদ্ধে অন্য নেতার নাম ভাঙিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে শোরগোল স্বাভাবিকভাবেই পড়েছে ৷ এই নিয়ে কোনোপক্ষের তরফেই কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷ এমনকী, কলকাতা পুলিশের শীর্ষকর্তারাও মুখে কুলুপ এঁটেছেন ৷ এই নিয়ে ইটিভি ভারত-এর তরফে প্রশ্ন করা হয় কলকাতা পুলিশের ডিসি (সাউথ) প্রিয়ব্রত রায়কে ৷ তিনি কোনও মন্তব্য করতে চাননি ৷

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের আধিকারিকের তরফে দেওয়া অভিযোগপত্র (নিজস্ব চিত্র)

তবে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক আধিকারিক জানান, ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে টাকা তুলেছেন । মূলত, সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়া হয়েছে ৷ ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে এই নিয়ে অভিযোগ জমা পড়ে ৷

তার পরই শুক্রবার পার্ক স্ট্রিটে থাকা অভিষেকের অফিসের এক উচ্চপদস্থ আধিকারিক শেক্সপিয়র সরণি থানায় গিয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন । পাশাপাশি অভিযোগের প্রতিলিপি পাঠানো হয়েছে কলকাতা পুলিশের ডিসি (সাউথ) প্রিয়ব্রত রায় ও লালবাজারে ৷ তবে তিনি কতজনের সঙ্গে এমন প্রতারণা করেছেন, কত টাকা নেওয়া হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি ৷ তবে পুলিশ এই নিয়ে তদন্ত শুরু করেছে ৷

কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় (নিজস্ব চিত্র)

শুক্রবার সন্ধ্যায় এই নিয়ে আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুজন চক্রবর্তী বলেন, "অভিযোগ পালটা অভিযোগ চলছে শাসকদলের মধ্যে । সেই তালিকায় নতুন যোগ হল, অভিযুক্ত ফিরহাদ হাকিম মানে তাঁর ওএসডি । অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে তাঁরই অফিসের কর্মী । এটাই তৃণমূল । যে যত বড় নেতা, সে তত বড় চোর, তোলাবাজ ।’’

লালবাজার (নিজস্ব চিত্র)

তিনি আরও বলেন, ‘‘গোটা রাজ্যজুড়ে এটাই চলছে । কখনও অভিযুক্ত যেমন ফিরহাদ হাকিম ও তাঁর বাহিনী । কখনও আবার অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ও তাঁর বাহিনী । আর সবার মাথার উপরে হাত মুখ্যমন্ত্রীর । তাঁর চারপাশে যাঁরা আছেন, তাঁরা অপরাধী । ফিরহাদ হাকিমের চারপাশে যাঁরা আছেন, তাঁরা অপরাধী । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চারপাশে যাঁরা আছেন, তাঁরা অপরাধী । আর মমতা বন্দ্যোপাধ্যায় কী বলবেন ? তাই এসব হয়েছে ! কই জানি না তো ! এসব নাটক মানুষ ধরে ফেলেছে ।"

ABOUT THE AUTHOR

...view details