পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

ETV Bharat / state

অভিষেক-ঘনিষ্ঠ পরিচয়ে আর্থিক প্রতারণা, ফিরহাদের ওএসডির বিরুদ্ধে থানায় অভিযোগ - Firhad Hakim OSD in Controversy

Firhad Hakim's OSD in Controversy: অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল ফিরহাদ হাকিমের ওএসডি-র বিরুদ্ধে ৷ কলকাতার মেয়রের ওএসডি-র নাম কালীচরণ বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর বিরুদ্ধে কলকাতা পুলিশে অভিযোগ দায়ের হল ৷

Firhad Hakim's OSD in Controversy
অভিষেক-ঘনিষ্ঠ পরিচয়ে আর্থিক প্রতারণা, ফিরহাদের ওএসডির বিরুদ্ধে থানায় অভিযোগ (ইটিভি ভারত)

কলকাতা, 27 সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে ৷ যাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি আবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি ৷ কালীচরণ বন্দ্যোপাধ্যায় নামে ওই ব্যক্তির বিরুদ্ধে কলকাতার শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেছেন অভিষেকের পার্ক স্ট্রিটের অফিসের এক আধিকারিক ৷

অভিষেক ও ফিরহাদ, দু’জনেই শাসক দলের হাই-প্রোফাইল নেতা ৷ ফলে এক নেতার ওএসডি-র বিরুদ্ধে অন্য নেতার নাম ভাঙিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে শোরগোল স্বাভাবিকভাবেই পড়েছে ৷ এই নিয়ে কোনোপক্ষের তরফেই কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷ এমনকী, কলকাতা পুলিশের শীর্ষকর্তারাও মুখে কুলুপ এঁটেছেন ৷ এই নিয়ে ইটিভি ভারত-এর তরফে প্রশ্ন করা হয় কলকাতা পুলিশের ডিসি (সাউথ) প্রিয়ব্রত রায়কে ৷ তিনি কোনও মন্তব্য করতে চাননি ৷

তবে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক আধিকারিক জানান, ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে টাকা তুলেছেন । মূলত, সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়া হয়েছে ৷ ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে এই নিয়ে অভিযোগ জমা পড়ে ৷

তার পরই শুক্রবার পার্ক স্ট্রিটে থাকা অভিষেকের অফিসের এক উচ্চপদস্থ আধিকারিক শেক্সপিয়র সরণি থানায় গিয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন । পাশাপাশি অভিযোগের প্রতিলিপি পাঠানো হয়েছে কলকাতা পুলিশের ডিসি (সাউথ) প্রিয়ব্রত রায় ও লালবাজারে ৷

তবে তিনি কতজনের সঙ্গে এমন প্রতারণা করেছেন, কত টাকা নেওয়া হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি ৷ তবে পুলিশ এই নিয়ে তদন্ত শুরু করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details