পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুক্তির দাবিতে ছবি হাতে মিছিল করুক বিরোধীরা, সঞ্জয় প্রসঙ্গে মেজাজ হারালেন মেয়র - FIRHAD HAKIM LOSES TEMPER

পুলিশের বিরুদ্ধে আরজি কর-কাণ্ডে অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায়ের কণ্ঠরোধের অভিযোগ বিরোধীদের ৷ প্রাক্তন পুলিশ কমিশনারকে বাঁচানোর চেষ্টা হচ্ছে বলে দাবি ৷

FIRHAD HAKIM LOSES TEMPER
সঞ্জয় রায় প্রসঙ্গ উঠতেই মেজাজ হারালেন মেয়র ফিরহাদ হাকিম ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2024, 7:14 PM IST

কলকাতা, 19 নভেম্বর: সঞ্জয় রায়ের কণ্ঠরোধ করতে চাইছে কলকাতা পুলিশ ৷ বিরোধীদের এই অভিযোগ নিয়ে প্রশ্ন শুনেই মেজাজ হারালেন ফিরহাদ হাকিম ৷ পাল্টা প্রশ্ন তুললেন, একটা 'কীট', 'নোংরা'র জন্য কেন প্রাক্তন পুলিশ কমিশনারের চরিত্র হনন করা হবে ? ফিরহাদের মন্তব্য, তাঁর (বিনীত গোয়েল) পরিবার আছে ৷

উল্লেখ্য, আরজি কর-কাণ্ডে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে ৷ অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায় আদালত থেকে বের হওয়ার সময় প্রিজন ভ্যান থেকে কলকাতা পুলিশের প্রাক্তন নগরপাল বিনীত গোয়েলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন ৷ শেষ শুনানিতে সঞ্জয়কে আদালতে ঢোকানো ও বের করার সময় পুলিশকে দেখা গেল, গাড়ি চাপড়ে আওয়াজ করতে ৷ ঠিক যেমনটা দেখা গিয়েছিল, সারদা-কাণ্ডে কুণাল ঘোষের ক্ষেত্রে ৷

সঞ্জয় রায় প্রসঙ্গ উঠতেই মেজাজ হারালেন মেয়র ফিরহাদ হাকিম ৷ (ইটিভি ভারত)

আর সেই নিয়েই বিরোধীরা অভিযোগ করছে, সঞ্জয় রায়ের কণ্ঠরোধ করতে ও বিনীত গোয়েলকে বাঁচাতে এসব করছে পুলিশ ৷ বিরোধীদের এই অভিযোগের সমালোচনা করতে গিয়েই মেজাজ হারান মেয়র ফিরহাদ হাকিম ৷ তিনি বলেন, "সঞ্জয় রায় পৃথিবীর সব থেকে নোংরা কাজটা করেছে ৷ ধর্ষণ করে খুন করেছে একটা ডাক্তারকে ৷ ওর জন্য প্রাক্তন পুলিশ কমিশনারের চরিত্র হনন করতে হবে ! তাঁরও পরিবার আছে ৷ ও কী বলল, না-বলল তাতে কী আছে, একটা কীট-নোংরা ৷ বিরোধীদের বলুন সঞ্জয় রায়ের ছবি নিয়ে মুক্তি চাই বলে মিছিল করতে ৷"

সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনাতেও বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করলেন ফিরহাদ ৷ তিনি বলেন, "আরেকটা দেখলাম ৷ বলছে সুশান্ত নাকি ওর জায়গা দখল করেছে ৷ গুদাম দখল করেছে বলে ইয়ার্কি মারা ! আমার সম্পত্তি দখল করলে, প্রথমে আমি পুলিশে অভিযোগ দায়ের করব ৷ কোথায় এফআইআর ? তারপর আদালতে যাওয়া ৷ কোথায় গিয়েছে ? খুন করতে এসে ফেঁসে গিয়ে, এখন এসব নানা কথা বলছে ৷"

যদিও, ঘটনার পর ফিরহাদ হাকিমের পুলিশের ভূমিকা নিয়ে রংদেহী মেজাজে দেখা গিয়েছিল ৷ তবে, আজ প্রধান অভিযুক্তের বিরুদ্ধেই তাঁকে বলতে শোনা গেল ৷ পুলিশের ভূমিকা বা আইনশৃঙ্খলা নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details